--- বিজ্ঞাপন ---

ইসরায়েলে বিক্ষোভ, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ দাবি

0

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবি আরো জোরালো হয়েছে। দুর্নীতি ও করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে ব্যর্থতার অভিযোগে সারা ইসরাইলে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। জেরুসালেমে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও রাজপথে হাজার হাজার লোক বিক্ষোভ করেছে। তারা মধ্য ইসরাইলে নেতানিয়াহুর বিচ বাসভবনের বাইরেও বিক্ষোভ প্রদর্শন করেছে। এছাড়া ইসরাইলের তেল আবিবসহ বিভিন্ন স্থানে ব্যস্ত এলাকাগুলোতেও বিক্ষোভ হয়েছে।

তারা নেতানিয়াহুর পদত্যাগ দাবি করছে। তারা বলেন, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে। এমন অবস্থায় তার ক্ষমতায় থাকা উচিত নয়। তাছাড়া করোনাভাইরাস পরিস্থিতি তিনি যথাযথভাবে সামাল দিতে পারছেন না বলেও তারা অভিযোগ করছে।

প্রায় দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ এখন আরো বেগমান হচ্ছে। নেতানিয়াহু এই বিক্ষোভকে অবশ্য গুরুত্ব দিতে চাচ্ছেন না।

ইসরাইলি মিডিয়া জানায়, মধ্য জেরুসালেমে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের কাছে অন্তত ১০ হাজার লোক সমবেত হয়েছে। শনিবার রাতে হাজার হাজার লোক উচ্চস্বরে স্লোগান দিতে থাকে রাজপথে। #আল জাজিরা

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.