--- বিজ্ঞাপন ---

সৌদি আরব ওআইসির বৈঠক না ডাকলে পাকিস্তান উদ্যোগ নেবে

0

ভারত অধিকৃত জম্মু কাশ্মিরের মুসলমানদের ওপর যে দমন-পীড়ন চলছে সে ব্যাপারে যদি সৌদি নেতৃত্বাধীন ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি বৈঠক আহ্বান করতে ব্যর্থ হয় তাহলে পাকিস্তান আলাদা বৈঠক আহ্বান করবে। সে বৈঠকে রিয়াদ থাকুক বা না থাকুক পাকিস্তান নিজের মতো করে মুসলিম দেশগুলোর বৈঠক ডাকবে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহ মেহমুদ কোরেশি একথা বলেছেন। তিনি ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ডাকার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানান।

কোরেশি বলেন, ‘সৌদি আরব যদি তাদের ভূমিকা পালন না করতে চায় তাহলে আমি প্রধানমন্ত্রী ইমরান খানকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেবো তাতে সৌদি আরব থাকুক বা না থাকুক।’

পাক পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘কাশ্মির ইস্যু এবং সেখানকার মুসলমানদের সমর্থনে পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী ইমরান খানকে মুসলিম দেশগুলোর সহযোগিতায় একটি সম্মেলন ডাকার কথা বলতে বাধ্য হবে ইসলামাবাদ।’

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.