--- বিজ্ঞাপন ---

বৈরুতে এখনও নিখোঁজ ৬০ জন

0

লেবাননের রাজধানী বৈরুতে গত মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণের চারদিন অতিক্রম হয়ে গেছে, অথচ বিস্ফোরণস্থলের ৬০ জনের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক কর্মকর্তা শনিবার জানিয়েছেন, বন্দরে ওই বিস্ফোরণে এখন পর্যন্ত দেড় শতাধিক লোক মারা গেছে। আর ঘটনার চারদিনের মধ্যে বৈরুতে ৬০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছেন, নিহতদের সংখ্যা ১৫৪ জন, যার মধ্যে ২৫ জন এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী বলেন, মঙ্গলবার আহত পাঁচ হাজার মানুষের মধ্যে কমপক্ষে ১২০ জনের অবস্থা গুরুতর।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.