--- বিজ্ঞাপন ---

আরব-আমিরাত ইসরাইল চুক্তিতে মুসলিম বিশ্বে তোলপাড়

0

সংযুক্ত আরব আমিরাত ও ইহুদিবাদী ইসরাইল পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য মার্কিন মধ্যস্থতায় যে চুক্তি করেছে তার কঠোর নিন্দা জানিয়ছে ইয়েমেনের বিদ্রোহী গ্রুপ হাউছি আনসারুল্লাহ আন্দোলন। সংগঠনটি বলেছে, আমিরাত ও ইসরাইলের মধ্যকার এ চুক্তি ফিলিস্তিনিদের জন্য মহা বিশ্বাসঘাতকতা।

শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে আনসারুল্লাহ আন্দোলনের পলিট ব্যুরো বলেছে, আমিরাত-ইসরাইল চুক্তির মধ্যদিয়ে কথিত আরব জাতীয়তাবাদের স্লোগানের অন্তঃসারশূন্যতা পরিষ্কার হয়েছে। অথচ সৌদি নেতৃত্বাধীন জোট আরব জাতীয়তাবাদের ধোয়া তুলে ইয়েমেনের ওপর আগ্রাসন চালাচ্ছে।

সৌদি জোটে সংযুক্ত আরব আমিরাত হলো সক্রিয় সদস্য।

বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত ভুল পথে চলা অব্যাহত রেখেছে, যা মূলত মুসলিম উম্মাহর বিরুদ্ধে আমেরিকা ও ইসরাইলের স্বার্থই রক্ষা করছে।

সংযুক্ত আরব আমিরাত দাবি করছে, ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করলে মধ্যপ্রাচ্যে শান্তি-স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে। আনসারুল্লাহ আন্দোলন আমিরাতের এ দাবি ভুয়া বলে প্রত্যাখ্যান করেছে।
#পার্সটুডে

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.