--- বিজ্ঞাপন ---

অধ্যক্ষ ডা . আবদুল করিম ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহদাৎ বার্ষিকী পালিত

0

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী , বাংলাদেশের স্থপতি , জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী অধ্যক্ষ ডা . আবদুল করিম ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ আগস্ট শনিবার চকবাজারস্থ বিজ্ঞান পরিষদ ভবনে ফাউন্ডেশন কার্যালয়ে এড , ডা . মাে . ছমি উদ্দিনের সভাপতিত্বে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা . এম এ ফজল এর সঞ্চালনায় সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয় ।

এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা অধ্যাপক ডা . দেব্রত ভট্টাচাৰ্য। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম হােমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডা . দুলাল কান্তি চৌধুরী , বাংলাদেশ হােমিওপ্যাথিক পরিষদ মহানগর সভাপতি ডা . মৃদুল কান্তি দে , পেরেন্টস্ কেয়ার স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জোহরা আবজুন শিউলী ।

বক্তারা বলেন , বঙ্গবন্ধু মানে বাংলাদেশ , বাংলাদেশ মানে বঙ্গবন্ধু । বঙ্গবন্ধুর জন্ম না হলে হয়তাে বাংলাদেশ নামে কোন দেশ পৃথিবীর মানচিত্রে জায়গা পেতােনা । বাংলাদেশের সেই মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একদল নীতিভ্রষ্ট কুচক্রীরা ১৫ আগস্ট কালাে রাতে সপরিবারে হত্যা করে ।

বক্তারা আরাে বলেন , যতদিন বিশ্ব থাকবে বাংলাদেশ ততদিন বিশ্বের বুকে থাকবে আর বাংলার প্রতিটি ঘরে ঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ততদিন বেঁচে থাকবেন ।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরাে বক্তব্য রাখেন , জাবেদ হােসেন , ডা . সিদ্দিক আহম্মদ , আফিফা আমান আইরিন , রেভা রাণী দাশ , আফরােজা ইয়াসমিন , নাজনিন আক্তার , আনিসুল ইসলাম , নিপা পােদ্দার , রুপশ্রী চৌধুরী , উম্মে সালমা , সৈয়দুল হক , উৎস দত্ত , সাব্বির প্রমুখ ।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.