--- বিজ্ঞাপন ---

ইসরাইলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ২০ হাজার মানুষের বিক্ষোভ

0

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষ রাস্তায় বের হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। দুর্নীতি ও করোনাভাইরাস মহামারির ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে তার বিরুদ্ধে মাসব্যাপী সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এ বিক্ষোভ চলছে।

গণমাধ্যমের খবরে প্রকাশ, শনিবার জেরুসালেমের এ বিক্ষোভে প্রায় ২০ হাজার মানুষ অংশ নেন। তবে আয়োজকরা বলছেন এ সংখ্যা ছিল ৩৭ হাজার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও বার্তা সংস্থাগুলো জানিয়েছে, নেতানিয়াহুর বাড়ির সামনে থেকে পুলিশ অনেক বিক্ষোভকারীকে টেনেহেঁচেড়ে নিয়ে যাচ্ছে। নেতানিয়াহুর পদত্যাগ চেয়ে এ বিক্ষোভ চলছে ১১ সপ্তাহ ধরে।

ইসরাইলের অন্যান্য শহরেও ছোট ছোট বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ হয়েছে সিজারিয়ায় নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়ির আশপাশেও।

জেরুসালেমের প্রধান মিছিলে বিক্ষোভকারীরা ইসরাইলি পতাকা ও বিক্ষোভের কালো পতাকা প্রদর্শন করেছে। তারা শহরটির প্রবেশপথে সমবেত হয় ও নেতানিয়াহুর সরকারি বাসভবনের দিকে এগিয়ে যায়।
# আলজাজিরা

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.