--- বিজ্ঞাপন ---

আবারও শার্লি এবদোর ধৃষ্টতা

0

বিশ্ব শান্তির দূত মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-কে নিয়ে আবারো ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে বিতর্কিত ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো। হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ২০১৫ সালে যে কার্টুনগুলো প্রকাশ করেছিল সেগুলোই আবার প্রকাশ করেছে তারা।

বিভিন্ন সূত্র জানিয়েছে, ম্যাগাজিন শার্লি এবদো’র সবশেষ সংস্করণের প্রচ্ছদে হযরত মুহাম্মদ (সা.)-কে ব্যঙ্গ করে আঁকা ১২টি কার্টুন ছাপা হয়েছে।

এই ব্যঙ্গাত্মক কার্টুনগুলো ২০০৫ সালে প্রথম প্রকাশ করেছিল ডেনমার্কের একটি পত্রিকা। এরপর কয়েকবার শার্লি এবদো বিশ্ব মানবতার মুক্তির দূত মহামানব হজরত মুহাম্মাদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ছাপায়।

২০১৫ সালে মহানবীকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের পর বিশ্বব্যাপী ব্যাপক প্রতিবাদ শুরু হয়। সারা বিশ্বের মুসলমানেরা বিক্ষোভ করেন।

গতকাল মঙ্গলবার নতুন করে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের পর মুসলমানদের মধ্যে আবারো প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ইরানের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মোহাম্মাদ মেহদি আসগারপুর আজ বলেছেন, ফরাসি পত্রিকার এই পদক্ষেপের মোকাবেলায় সরব হতে হবে। নীরব থাকলে চলবে না। তিনি মহানবী (সা.)-কে সঠিকভাবে তুলে ধরতে শিল্পী সমাজসহ সবার প্রতি আহ্বান জানান।

পাকিস্তান সরকার ফরাসি পত্রিকার এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। #পার্সটুডে

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.