--- বিজ্ঞাপন ---

আফগানিস্তানে তালেবান রেড ইউনিট কমান্ডার ক্বারী সাবের নিহত

0

আন্তর্জাতিক ডেস্ক##

আফগানিস্তানে সরকারী বাহিনীর সাথে তালেবানদের সংর্ঘষে তালেবানের রেড ইউনিট কমান্ডার বলে পরিচিত একজন শীর্ষ তালেবান নেতা মারা গেছে। ক্বারী সাবের নামের এ কমান্ডারের সাথে থাকা ৪ প্রহরীও প্রান হারিয়েছে। আফগানিস্তানের গণমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার ভোরে আফগানিস্তানের উত্তরে বাদখশন এলাকায় এ ঘটনা ঘটে।

বাদাখশন পুলিশের মুখপাত্র সানাউল্লাহ রোহানি বলেছেন, সশস্ত্র সরকার বিরোধী হিসেবে পরিচিত তালেবানদের একটি দল রবিবার রাতে বাদাখশান প্রদেশের জর্ম জেলা আক্রমণ করে। তারা আশপাশের এলাকা ঘিরে আক্রমন চালায়। তবে পূর্বে  থেকে প্রস্তত থাকা সরকারী বাহিনীর তীব্র প্রতিরোধ গড়ে তোলে। রোহানির মতে, সংঘর্ষ শুরু হয়েছিল ভোর ৫ টার দিকে। যা বেলা ১১ টা পর্যন্ত স্থায়ী ছিল। কমপক্ষে তিনটি পৃথক আক্রমণ চালায় তালেবান। রোহিণী বলেন, ‘সংঘর্ষের ফলে বদখশনে তালিবানের রেড ইউনিটের কমান্ডার ক্বারী সাবেরসহ তার তিন প্রহরী মারা গেছেন।’ আরেকটি গ্রুপের নেতৃত্বে ছিলেন ক্বারী শামসুল্লাহ। সামশুল্লা তার চার সদস্যসহ আহত অবস্থায় পিছু হটে।

এদিকে সোমবার আফগানিস্থানে আরেকটি তালেবান হামলায় মারা গেছে ৮ জন। এএফপি জানায়, আফগান পূর্বাঞ্চলের লেহমেন প্রদেশের গর্ভনরকে হত্যার জন্য আত্মঘাতি বোমা হামলা চালানো হয়। গর্ভনর গাড়ী চালিয়ে যাবার প্রাক্কালে এ হামলা ঘটানো হয়। এতে তার ৪ বর্ডিগাডসহ ৮ জন প্রাণ হারায়। তবে প্রাণে রক্ষা পান গর্ভনর।## ৫.১০.২০

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.