--- বিজ্ঞাপন ---

রোটারী ক্লাব অব চিটাগাং রয়েলস এর কর্মকান্ডের প্রশংসা করলেন গর্ভনর বেলাল

0

চট্টগ্রামের রোটারী ক্লাব অব রয়েলস এর সার্বিক কর্মকান্ডের প্রশংসা করলেন জেলা রোটারী গর্ভনর রোটারিয়ান বেলাল উদ্দিন আহমেদ। শনিবার গর্ভনর রোটারী ক্লাব অব রয়েলস এর রোটারিয়ানদের সাথে এক সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন। রোটারিয়ান কাজী আবুল মনসুরের সভািপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টা সাবেক রোটারী জেলা গর্ভনর অধ্যাপক তৈয়ব চৌধুরী, রোটারীর লে. গর্ভনর রোটারিয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, রোটারী নেতা রোটারিয়ান লেয়াকত আলী, ফেনির রোটারিয়ান এহসানুল হক, রোটারিয়ান আকতার লিপি, ক্লাবের অতীত সভাপতি রোটারিয়ান জামাল উদ্দিন আহমেদ, নির্বাচিত সভাপতি রোটারিয়ান মামুনুর রশিদ, সহ- সভাপতি রোটারিয়ান ওয়াহেদুর রহমান, ক্লাব সচিব কাজী ইকবালুর রহমান নাদিম বক্তব্য রাখেন। এ সময় ক্লাবের পরিচালক রোটারিয়ান কাজী নাসির আহমেদ, রোটারিয়ান মোস্তফা ইকবাল, রোটারিয়ান আবু নাসের, রোটারিয়ান গিয়াস উদ্দিন, রোটারিয়ান সুজন কান্তি, রোটারিয়ান দিদারুল আলম উপস্থিত ছিলেন।
গর্ভনর রোটারিয়ান বেলাল উদ্দিন আহমেদ বলেন, নতুন ক্লাব হিসেবে রোটারী ক্লাব অব চিটাগাং রয়েলস এরই মধ্যে অনেকগুলো কাজ সম্পন্ন করেছে। তিনি বলেন, এ ক্লাবের উপদেষ্টা তৈয়ব চৌধুরীর তত্ত্বাবধানে ক্লাবটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ক্লাবটি ভবিষ্যতে আরও ইতিবাচক ভুমিকা রাখবে। পরে তিনি ক্লাবের সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ক্লাব সভাপতি রোটারিয়ান কাজী আবুল মনসুর গর্ভনরের উদ্দেশ্যে বলেন, রোটারী ক্লাব অব চিটাগাং রয়েলস এরই মধ্যে করোনা কালে জুম সভার মাধ্যমে ক্লাবের কাজে সক্রিয় ছিল। ক্লাবের পক্ষ থেকে এক হাজার মাস্ক, চাল-ডাল ও অক্সিজেন সিলিন্ডারও বিতরন করা হয়েছে। ভবিষ্যতে আর্থ মানবতার সেবায় আরও বড় ধরনের প্রকল্প হাতে নেয়া হবে।### ১০.১০.২০

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.