রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়টি আইন কর্তৃপক্ষ দেখবে, এটি আমার এখতিয়ারের বাইরে
সাংবাদিক সম্মেলনে আমেরিকার ডেপুটি সেক্রেটারি অব স্টেট স্টিফেন বিগান
বিশেষ প্রতিনিধি ##
আমেরিকার ডেপুটি সেক্রেটারি অব স্টেট স্টিফেন বিগান এখন বাংলাদেশে। তিনি বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন। ঢাকাস্থ পদ্মা গেষ্ট হাউজে শুক্রবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল কালাম আবদুল মোমেনও উপস্থিত ছিলেন।
বিগানের কাছে প্রশ্ন ছিল বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর কোন অগ্রগতি আছে কিনা..এ প্রশ্নে বিগান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) শৈশব যেখানে কেটেছিল সেখানে সকালে যাবার সুযোগ হয়েছে। ১৯৭৫ সালের মর্মান্তিক ঘটনা সকল আমেরিকানদের জন্য বেদনার বিষয়। যুক্তরাষ্ট্রের আইনি বিষয়গুলো আইন বিষয়ক কর্তৃপক্ষ নিয়ন্ত্রন করে থাকে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাগালের বাইরে। এ ব্যাপারে আমি কোন আপডেট দিতে পারবো না। কারন এটি আমার দফতরের এখতিয়ারের বাইরে।
রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র সবসময় সোচ্চার। যুক্তরাষ্ট্র তার রাজনৈতিক প্রভাবকে যথাসম্ভব কাজে লাগাচ্ছে। তিনি বলেন, এ সমস্যা সমাধানে সকলকে কাধেঁ কাধ মিলিয়ে কাজ করতে হবে।ইন্দো প্যাসিপিকের প্রতিটি রাষ্ট্রকে রোহিঙ্গা সংকট নিরসনে পদক্ষেপ গ্রহণ করতে মিয়ানমারকে সমানভাবে বলতে হবে।