--- বিজ্ঞাপন ---

ফ্রান্সের শেয়ার বাজারে ধস

একদিনে ২৮ বিলিয়ন ডলার পূজিঁ হারিয়েছে বড় কোম্পানিগুলো

0

বিশেষ প্রতিনিধি ##

ফ্রান্সের পূজিঁবাজারে ধস নেমেছে। ফ্রান্স এখন এটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। একদিকে করোনায় ফ্রান্সে মৃত্যুর সংখ্যা বাড়া আর অন্যদিকে ফ্রান্সের পণ্য বর্জনের ঘোষনায় ফ্রান্সের শেয়ার বাজারে ধাক্বা লেগেছে। বলা হচ্ছে ফ্রান্সের পণ্য বর্জনের কারনে শেয়ার বাজারে বড় বড় কোম্পানিগুলো প্রায় ২৮ বিলিয়ন ডলার পূঁজি হারিয়েছে। যা বাংলাদেশি টাকায় প্রায় ২ লাখ ৪০ হাজার কোটি টাকা।

ফ্রান্সের পূজিবাজারের সূচকের দিকে নজর দিলে এ অবস্থা সহজে পর্যবেক্ষন করা যায়। ফ্রান্সের ১০০ টপ লেভেলের কোম্পানি নিয়ে গঠিত ফ্রান্স স্টক মার্কেটের ভালো ভালো কোম্পানিগুলেঅ ব্যাপক পূজি হারিয়েছে। বিশেষ করে টোটাল গ্যাস, সুপারক্রিট সিমেন্ট হোলসিম, সানোফি ফার্মাসিউটিক্যালসের ওষুধ,গার্নিয়ার/লরিয়েল কসমেটিক্স এর শেয়ার পড়ে গেছে। বিশ্বের ইকোনমির মধ্যে অনেক শক্তিশালী ফ্রান্স। বর্তমানে বিশ্বের মধ্যে ৭ম। তবে যদি এভাবে তাদের পণ্য বয়কট চলতে থাকে,তাহলে ফ্রান্সের অর্থনীতি অবস্থান ধরে রাখতে সমস্যা হবে।

প্যারিসের উচ্চ ভবনে প্রকাশ্য মুহাম্মদ (সাঃ) এর বিকৃত কাটুন প্রদর্শনী শুরু করা নিয়ে মুসলিম বিশ্বে ফ্রান্স বয়কট চলছে।   ফ্রান্সের বড় বড় কোম্পানির ওয়েব সাইটে সাইবার হামলাসহ মুসলমান জাতি ফ্রান্সের পণ্য বয়কট শুরু করে দিয়েছে। বলা হচ্ছে, মাত্র গত এক দিনে ফ্রান্সের ষ্টক মার্কেট তথা বড়বড় কোম্পানী গুলোর ক্ষতি হয়েছে ২৮ বিলিয়ন ডলার। যার বাংলাদেশের টাকার পরিমান ২ লক্ষ ৪০ হাজার কোটি টাকা। বাংলাদেশ সরকারের অর্ধ বছরের বাজেটের সমান।
যদি এই বয়কট অব্যাহত থাকে তাহলে ফ্রান্সের অর্থনীতিতে বড় ধাক্কা আসতে পারে। হাজার বিলিয়ন তথা এক ট্রিলিয়ন ডলারের ক্ষতি হয় ফ্রান্সের অর্থনীতি পঙ্গু হবার আশঙ্কা রয়েছে।
 স্টক মার্কেট পর্যবেক্ষনে দেখা যায়, পন্য বয়কটের ক্ষেত্রে শীর্ষ কোম্পানী টোটাল গ্যাস, লরেল কসমেটিকস ও স্যানোফি ঔষধ ষ্টক মার্কেটের তালিকায় পতনের শীর্ষে উঠে এসেছে। বাকি ভালো ভালো কোম্পানি কোনটিরই অবস্থা ভালো নেই। স্টক মার্কেট এর গ্রাফে লাল চিহ্ন নজরে পড়ছে সবখানে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ফ্রান্সের বড় বাজার রয়েছে মধ্যেপ্রাচ্যে। এখানে সবচেয়ে বেশি খারাপ অবস্থা। শুধু ফ্রান্সের স্টক মার্কেট না, বিশ্বের বিভিন্ন পূজিঁবাজারে ফ্রান্সের কোম্পানিগুলোর খারাপ অবস্থা বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।### ২৮.১০.২০
আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.