আন্তর্জাতিক ডেস্ক ##
আমেরিকার জন্য প্রেসিডেন্ট হিসেবে কে ভালো হবেন, ট্রাম্প নাকি জো বাইডেন। কেউ বলছেন ট্রাম্প, কেউ বলছেন বাইডেন। তবে এর বাইরে বিশ্বের আরব দেশগুলোতে চালানো জরিপে উঠে আসে এ দু’জনের কেউ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার জন্য ভালো হবে না। ভালো হোক বা না হোক, এ দু’জনের একজনই হবেন প্রেসিডেন্ট। এরই মধ্যে জোবাইডেনের পক্ষে মাঠে নেমেছেন সাবেক প্রেসিডেন্ট ওবামা। অন্যদিকে ট্রাম্পকে সামলাচ্ছেন তার স্ত্রী মেলানিয়া। এত কিছুর পর বিবিসির প্রতিবেদনে এ দু’জনের জনপ্রিয়তা যা বেরিয়ে এলো তা হচ্ছে..