বিশেষ প্রতিনিধি, দক্ষিন কোরিয়া থেকে ##
যথাযথ মর্যাদায় সিউলস্থ বাংলাদেশ দূতাবাসে ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২০’ পালন করা হয়। কোভিড-১৯ মহামারীর কারনে উক্ত অনুষ্ঠানটি সীমিত পরিসরে পালন করা হয়। দিবসের কর্মসূচির প্রারম্ভে দেশের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সশস্ত্র বাহিনী দিবস-২০২০ উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বাণী দেন। অনুষ্ঠানে প্রদত্ত বাণীসমূহ পাঠ করা হয়। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উপর নির্মিত একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। উপস্থিত গণ্যমান্য ব্যাক্তিরা প্রামান্য চিত্র দেখেন। দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম তাঁর বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের কথা স্মরন করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রদূত স্বাধীনতার পর একটি আধুনিক ও চৌকস সশস্ত্র বাহিনী গড়ে তোলার জন্য মজবুত ভিত্তি স্থাপনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়, বেসামরিক প্রশাসনকে সহযোগিতাসহ জাতিগঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম। তিনি আরও বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সশস্ত্র বাহিনীর সদস্যরা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।সশস্ত্র বাহিনী দিবস-২০২০ উপলক্ষে সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত আবিদা ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, কুটনীতিক, দূতাবাসের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।