বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ থেকে যারা কোরিয়া যাবেন তারা পিসিআর টেস্ট (polymerase chain reaction test) কোথায় করাবেন তার একটি তালিকা দিয়েছে মাইগ্রেন্ট রিসোর্স সেন্টার বাংলাদেশ।গত ৪ ডিসেম্বর প্রদত্ত তালিকায় বলা হয়েছে, বাংলাদেশ থেকে যাত্রার উদ্দেশ্য প্রজাতন্ত্র কোরিয়ায় প্রবেশের জন্য নির্ধারিত সকল বিদেশিদের জন্য নতুন ১৩ পি সি আর পরীক্ষার ল্যাবগুলির তালিকা। যা ৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে।
তাতে দেখা যায়, বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ, চট্টগ্রামের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিকাল ইনফেকশন ডিজিজ, কক্সবাজার মেডিকেল কলেজ, আইডিসি আর ফিল্ড ল্যাবরেটরি, ঢাকার ইন্সটিটিউট অব পাবলিক হেলথ ও ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভিনটিভ সোশ্যাল মেডিসিন, নারায়নগঞ্জ ৩০০ বেড হসপিটাল, খুলনার খুলনা মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, রাজশাহি মেডিকেল কলেজ, দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ ও সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ।