--- বিজ্ঞাপন ---

চীনে আবারো করোনার প্রকোপ!!!

0

 

সম্রাট চৌধুরী

চীনে আবারও নতুন করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ রোববার চীন এ তথ্য জানায়। রয়টার্সের প্রতিবেদনেও এ কথা বলা হয়। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে জানায়, শনিবার নতুন করে মোট ২৪ জনের করোনা শনাক্ত হয়। ২৪ জনের মধ্যে পাঁচজন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। আর ১৯ জন দেশের বাইরে থেকে এসেছেন। তাঁরা বাইরে থেকেই সংক্রমিত হয়েছেন।

সিজিটিএন অনলাইন জানায়, ২৪ জন শনাক্ত হওয়ার পাশাপাশি ১৯৫ জনকে মেডিকেল পর্যবেক্ষণে রাখা হয়েছে। গতকাল দেশটিতে কেউ করোনায় মারা যাননি বলেও জানায় সিজিটিএন। এর আগে চীনে নতুন করে ১৩ জন শনাক্ত হয়েছিল। এখন শনাক্ত মানুষের সংখ্যা আরও বাড়ল। সরকারি বিবরণ অনুযায়ী, চীনের মূল ভূখণ্ডে গতকাল পর্যন্ত করোনায় সংক্রমিত হওয়া শনাক্ত ব্যক্তির সংখ্যা ৮৬ হাজার ৭২৫। দেশটিতে করোনায় মোট মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি। করোনা সংক্রমণের প্রথম দফায় কঠোর বিধিনিষেধ জারির মাধ্যমে চীন ভাইরাসটি বহুলাংশে নিয়ন্ত্রণে সক্ষম হয়। পরে চীন করোনার আরও ঢেউ দেখে। করোনার সংক্রমণ ঠেকাতে দেশটিতে কড়াকড়ি অব্যাহত আছে। তা সত্ত্বেও দেশটি থেকে এখনো সংক্রমিত রোগী শনাক্তের খবর আসছে।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.