--- বিজ্ঞাপন ---

সৌদিআরবে করোনার ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছে ১ লাখ ৫০ হাজার মানুষ

0

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে করোনাভাইরাস এর ভ্যাকসিন এর রেজিস্ট্রেশন চালু হবার পর থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৫০ হাজার মানুষ ভ্যাকসিন পাবার জন্য রেজিস্ট্রেশন করেছে।

করোনাভাইরাস এর ভ্যাকসিন এর প্রথম ব্যাচ পৌঁছেছে সৌদি আরবে, এবং পরীক্ষায় পর পর সৌদি আরবে অবস্থিত সকল সৌদি নাগরিক ও প্রবাসীদের করোনাভাইরাস এর ভ্যাকসিন দেবার জন্য রেজিস্ট্রেশন চালু করেছে সৌদি সরকার। সৌদি সরকার এর তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হবে এই ভ্যাকসিন। এখন পর্যন্ত ১ লাখ ৫০ হাজার মানুষ এই ভ্যাকসিন পাবার জন্য রেজিস্ট্রেশন করেছে। “সেহাতি” অ্যাপ এর মাধ্যমে সৌদি আরবে অবস্থানরতরা করোনাভাইরাস এর ভ্যাকসিন পাবার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

রেজিস্ট্রেশনকৃতদের মধ্যে সিরিয়াল অনুসারে তিনভাগে করোনাভাইরাস এর ভ্যাকসিন দেয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে অবস্থিত সকলের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.