--- বিজ্ঞাপন ---

কুুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালিত হলো অভিবাসী দিবস

তিন বাংলাদেশীকে সম্মাননা প্রদান

0

কুয়েত প্রতিনিধি

মুজিববর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ১৮ ডিসেম্বর ২০২০ তারিখে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২০ উদযাপন করা হয়।
আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২০ উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, কুয়েতের আয়োজনে প্রথমবারের মতো ব্যক্তি এবং প্রতিষ্ঠান এই দুই ক্যাটাগরিতে মোট চার জন সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে মনোনীতদের হাতে এ পুরস্কার ও সম্মাননা তুলে দেন। প্রথমবারের মতো প্রবর্তিত এ আয়োজনে ব্যক্তি পর্যায়ে প্রথম হন আবুল কাশেম, দ্বিতীয় হন মোহাম্মদ জসিম উদ্দিন এবং তৃতীয় হন মিজানুর রহমান। প্রতিষ্ঠান পর্যায়ে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসেব প্ররস্কার প্রদান করা হয় জনতা জেনারেল ট্রেডিং কোম্পানী এর সত্বাধিকারী জনাব আবুল কাশেমকে।

পুরস্কার প্রাপ্তরা দূতাবাসের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্বীকৃতির ফলে আরও ভালো কাজে উৎসাহ বাড়বে। অন্যরাও অনুপ্রানিত হবে।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.