--- বিজ্ঞাপন ---

বঙ্গবন্ধুর খুনীকে দেশে ফিরিয়ে আনা হবে

বিজয় দিবসে কানাডায় নিযুক্ত হাই কমিশনারের প্রত্যয়

0

আন্তর্জাতিক ডেস্ক

বঙ্গবন্ধুর খুনিকে অবশ্যই বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। কানাডাতে নিযুক্ত নতুন হাইকমিশনার ড. খলিলুর রহমান অটোয়া হাইকমিশন কর্তৃক আয়োজিত ৫০তম মহান বিজয় দিবস উদযাপনকালে এ কথা বলেন। কানাডা ব্যাপী ভার্চুয়াল অনুষ্ঠানে কানাডায় নব নিযুক্ত হাই কমিশনার ড. খলিলুর রহমান বলেন, জাতির জনকের আত্ম-স্বীকৃত ও বাংলাদেশের সর্বোচ্চ আদালত কর্তৃক প্রশ্নাতীতভাবে প্রমানিত ঘৃন্য খুনীকে দেশে ফিরিযে এনে বিচারের রায়ের সম্মুক্ষীন করা হবে। একই সাথে তিনি কানাডার মাটিতে বসে বাংলাদেশ সম্পর্কে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে বা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে নিবৃত্ত করার বিষয়েও প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন কানাডা সরকারের সাহায্য নিয়ে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এ দুটি বিষয়ে সর্বাত্বক সহযোগিতা করার জন্য তিনি কানাডা প্রবাসী বাংলাদেশীদের আহবান জানান।

অনুষ্ঠানে নতুন হাই কমিশনার অর্থনৈতিক কূটনীতি ও জনকূটনীতির উপর গুরূত্ব দিয়ে আগামী চার বছরের প্রস্তাবিত কর্মকান্ডের রূপরেখা তুলে ধরেন। তিনি প্রবাসী বাংলাদেশীদের দেশের উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত হবারও আহবান জানান। তিনি তাদেরকে আশ্বস্ত করেন যে প্রবাসী বাংলাদেশীদের যথা সময়ে সর্বোচ্চ সেবা দেবার লক্ষ্যে অটোয়া মিশন ও টরোন্টো কনস্যুলেটকে “Service and Support Centre” হিসেবে গড়ে তোলা হবে। সর্বশেষে তিনি বলেন যে “জনগনের হাই কমিশনার” হিসেবে তিনি প্রবাসী বাংলাদেশীদেরকে সাথে নিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে চান।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.