দক্ষিণ কোরিয়ায় কর্মরত ইপিএস কর্মীদের উচ্চ শিক্ষার পথ সুগম করার জন্য বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামের মানবিক ও ব্যবসায় শাখার কার্যক্রম শুরু হতে যাচ্ছে । আগামী ৩১ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।
শিক্ষা কার্যক্রমের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টারের জন্য রেজিস্ট্রেশন, কোর্স ফি ও অন্যান্য ৫টি কোর্সে র জন্য ২৮৫ মার্কিন ডলার এবং ঐচ্ছিকসহ ৬টি কোর্সের জন্য ৩৩৫ ডলার নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশন ফি ফেরত যোগ্য নয়।
আগ্রহী ইপিএস কর্মীদের কেইবি হানা ব্যাংকের ইউ এস ডলার হিসাব নম্বর ২৪৭-৯১০০১৮-৮৪১৩২ এ জমা রশিদ সহ নির্ধারিত ফরমে আবেদন করার জন্য অনুরোধ করেছে দূতাবাস। কোরিয়ান ওন গ্রহণযোগ্য হবে না বলে উল্লেক করা হয়েছে। নির্ধারিত তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন পত্র ৩১ জানুয়ারীর মধ্যে প্রথম সচিব (শ্রম) বাংলাদেশ দূতাবাসে সিউল দিতে হবে।
প্রতি সেমিস্টারে ঐচ্ছিকসহ ৬টি কোর্সে অংশগ্রহণের সুযোগ রয়েছে। প্রতি সেমিস্টারের মেয়াদ কাল ৬ মাস।