চীনে করোনাভাইরাস মহামারী প্রতিরোধে ভূমিকা রাখায় ‘বেল্ট অ্যান্ড রোড ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড ২০২০’ পেয়েছেন বাংলাদেশি চিকিৎসক মিসবাউল ফেরদৌস। মিসবাহ উল এর জন্ম চট্টগ্রামে। তিনি বেইজিংয়ে ফুওয়াই হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত। গত শুক্রবার সন্ধ্যায় বেইজিংয়ের জাতীয় সম্মেলন কেন্দ্রে ‘চায়না কার্ডিওভাসকুলার হেলথ ২০২০’ শীর্ষক সম্মেলনে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে ‘চাইনিজ কার্ডিওভাসকুলার অ্যাসোসিয়েশন’, ‘চীন হার্ট হাউস’ এবং ‘শিনশিন হার্ট ফাউন্ডেশন’।
আয়োজকরা জানান, এ বছরের শুরুর দিকে চীনে করোনাভাইরাস মহামারী ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে এবং চীন জুড়ে মেডিকেল সরঞ্জামাদি সংকট দেখা দেয়। মিসবাউল তখন সৌদি আরবে অবস্থান করছিলেন। সেইসময় তিনি নিজস্ব অর্থায়নে সৌদি আরবের বিভিন্ন মেডিকেল স্টোর থেকে মাস্ক সংগ্রহ করে বেইজিং ফিরে আসেন। পরে এ মাস্কগুলো চীনের বিভিন্ন প্রদেশে বিতরণ করেন। এছাড়া তিনি বাংলাদেশে করোনাভাইরাস মোকাবিলায় হাসপাতালগুলোর জরুরি পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।
সম্মাননা-পত্রসম্মাননা-পত্রসম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে মিসবাহ উল ফেরদৌস বলেন, “আমি এ পুরস্কারটি আমার সব কার্ডিওলজিস্ট ফ্রেন্ডস, বেল্ট অ্যান্ড রোডের দেশগুলোর জন্য উৎসর্গ করছি। বিশেষভাবে বাংলাদেশি চিকিৎসক যারা আমাকে সব সময় সাহায্য করে থাকেন। আমি বিশ্বাস করি, সামনের বছরগুলোতে বাংলাদেশ-চীনের সম্পর্ক আরও উন্নত হবে।”
মিসবাউল চীনের শ্যানডং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন। বর্তমানে তিনি ‘এশিয়ান সোসাইটি অব কার্ডিওলজি’ (এএসসি) এর সহ সভাপতি। পাশাপাশি তিনি এবছর ‘এশিয়া প্যাসিফিক প্রাইমারি হেল্থ অ্যাসোসিয়েশন’ (এপিপিএইচএ) এর ভাইস চেয়ারম্যান হিসেবে আগামী ৬ বছরের জন্য নিযুক্ত হয়েছেন।
সূত্র: বিডিনিউজ
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী র্সবাদ