--- বিজ্ঞাপন ---

স্ত্রীর ভবিষ্যতের জন্য চাকরি ছাড়ছেন জার্মান যুবক, ক্ষতি ১০ কোটি ডলার

0

স্ত্রী ও পরিবারের জন্য বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি মেনে নিয়ে চাকরি থেকে অবসর নিতে চলেছেন এক যুবক। বিশেষ করে স্ত্রীর কেরিয়ারের কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন রুবিন রিটার। আগামী বছর একটি অনলাইন সংস্থা থেকে অবসর নিতে চলেছেন ৩৮ বছরের কো-চিফ এগজিকিউটিভ। এর ফলে ইনসেনটিভ বাবদ তাঁর প্রায় ১০ কোটি ডলার ক্ষতি হবে বলে জানা গিয়েছে। ৬ ডিসেম্বর এক বিবৃতিতে রুবিন জানিয়েছেন, ‘আমি আমার পরিবারকে আরও বেশি সময় দিতে চাই।’ এ ছাড়া তিনি আরও বলেন, ‘আমি এবং আমার স্ত্রী ঠিক করেছি আগামী দিনে ওর (স্ত্রী) কর্মজীবনের উন্নতিকে গুরুত্ব দেব।’ তাঁর স্ত্রী একজন বিচারক। আগামী বছরে তাঁদের দ্বিতীয় সন্তান আসতে চলেছে বলে জানিয়েছেন দম্পতি। রুবিন জানিয়েছেন, এবার থেকে সন্তানদের দেখভাল করার দায়িত্ব তিনিই নেবেন।
বার্লিন স্থিত জার্মানির অন্যতম অনলাইন খুচরো বিক্রির ফ্যাসন সংস্থা জালান্ডোর কো-চিফ এক্সিকিউটিভ পদে রয়েছেন রুবিন। সংস্থাটির অধিকাংশ গ্রাহক মহিলা। অথচ এই সংস্থার পাঁচ সদস্যের এক্সিকিউটিভ বোর্ডে কোনও মহিলা নেই। কর্মী সংখ্যায় লিঙ্গ সমতা না থাকার জন্য বিগত দিনে সমালোচনার মুখেও পড়তে হয়েছে সংস্থাটিকে। এমতাবস্থায় স্ত্রী’র জন্য রুবিনের চাকরি ছাড়ার সিদ্ধান্ত সংস্থার বিজ্ঞাপনে সাহায্য করবে বলে মনে করছেন মার্কেটিং বিশেষজ্ঞরা। সূত্রঃ বর্তমান

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.