স্বেচ্ছায় রক্ত দিলেন রাষ্ট্রদূত সামিনা নাজ
ভিয়েতনাম আর্মি হাসপাতাল ও বাংলাদেশ দূতাবাসের অনন্য উদ্যোগ
::আন্তর্জাতিক সংবাদ::
স্বেচ্ছায় রক্ত দিলেন ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে দূতাবাসের উদ্যোগে মহৎ এ উদ্যোগ নেয়া হয়। ভিয়েতনাম কেন্দ্রীয় আর্মি হাসপাতালে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং ভিয়েতনাম সরকারের সহায়তায় স্বেচ্ছায় রক্তদানের এ উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়। বিশেষ করে রাষ্ট্রদূত নিজে রক্তদানের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করায় অনেকে রক্ত দানে উৎসাহ বোধ করেন।
সূত্র জানায়,দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ও ভিয়েতনামের বিশিষ্ট ব্যক্তিরা স্বেচ্ছায় এই রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূতকে ভিয়েতনামের মিলিটারি হাসপাতালের উপ-পরিচালক বিশেষ ধন্যবাদ ও সাধুবাদ জানিয়ে বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। এ কাজে এগিয়ে আসার জন্য বাংলাদেশ-ভিয়েতনাম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেমন আরো গভীর হবে।
তিনি বলেন, স্বেচ্ছায় সংগৃহীত রক্ত অনেক পীড়িত ও অসহায় মানুষকে সহায়তা করবে। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশকে স্বাধীনতা অর্জন ও দেশ গঠনে যে অবিস্মরণীয় নেতৃত্ব ও অবদান রেখেছেন, স্বেচ্ছায় রক্তদান করে বাংলাদেশ দূতাবাস এই মহান নেতার প্রতি তাদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছে।
এই কর্মসূচি বাংলাদেশ-ভিয়েতনাম বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি নিদর্শন হিসেবেও উল্লেখ্য। রক্তদান কর্মসূচি সমাপান্তে দূতাবাসের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণকারীদের মাঝে মুজিববর্ষের লোগো সংবলিত স্যুভেনির মগ উপহার দেয়া হয়।