--- বিজ্ঞাপন ---

উজবেকিস্তানের রাষ্ট্রদূত মোঃ জাহাঙ্গির আলমের সাথে ড. উমিদার সাক্ষাত

0

উজবেকিস্তানের রাষ্ট্রদূত মোঃ জাহাঙ্গির আলমের সাথে সে দেশের প্রেসিডেন্ট অফিসের নিয়ন্ত্রনাধীন স্বনামধন্য হাসপাতালের প্রধান ড. উমিদা সাইহোবার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাস্ট্রদূত জাহাঙ্গির আলম উজবেকিস্তানের চিকিৎসা ব্যবস্থার প্রশংসা করেন। একই সাথে তিনি বাংলাদেশের ক্রমবর্ধমান ওষুধ শিল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত ড. ‍উমিদাকে বাংলাদেশের ওষুধ বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে উল্লেখ করে বলেন, উজবেকিস্তানে বাংলাদেশের ওষুধের বড় বাজার রয়েছে। তিনি বাংলাদেশ থেকে ওষুধ আমদানির জন্য ড. উমিদার সহযোগিতা চান।

ড. উমিদা রাষ্ট্রদূত জাহাঙ্গির আলমের কথা মন দিয়ে শুনেন। এ ব্যাপারে সরকার ও ব্যবসায়ীদের সাথে আলাপ করবেন বলে  তিনি আশ্বাস দেন। সৌজন্য সাক্ষাতকারে রাস্ট্রদূত জাতির জনক বঙ্গবন্ধুর উপর প্রকাশিত গ্রন্থ তারঁ হাতে তুলে দেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ক্রমান্বয়ে উন্নত দেশের পর্যায়ে এগিয়ে যাচ্ছে বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.