মফিজুর রহমান
চলতি বছরে বেশিরভাগ জনগোষ্ঠী ভ্যাকসিন এর আওতায় আসলেও অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ সীমান্ত এ বছর পর্যন্ত না খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে । গত সোমবার এ বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিভাগ। অস্ট্রেলিয়ার চিফ মেডিকেল অফিসার ব্রেন্ডন মারফি গণমাধ্যমকে জানিয়েছেন “যদিও বেশির ভাগ জনগোষ্ঠী ভ্যাকসিন এর আওতায় আসবে, তবে এটা কতটুকু সংক্রমণ প্রতিরোধ করতে সক্ষম আমরা নিশ্চিত নই” দেশটি লকডাউন ও বেশিসংখ্যক পরীক্ষা-নিরীক্ষা করে করোনা ভাইরাসকে দারুণভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছে। কিছুদিন যাবত নতুন সংক্রমণ না হওয়ার নতুন রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া ।
খেলাধুলাসহ জরুরি প্রয়োজনে অংশগ্রহণ করতে আসা বহিরাগতদের ১৪ দিনের কোয়ারেন্টাইন এ বাধ্যবাধকতা করেছে দেশটির সরকার । দেশটিতে ২২ হাজারেরও বেশি জনগোষ্ঠী কোভিড আক্রান্ত হয়েছিল এবং তম্মধ্যে ৯০৯ জনের মৃত্যু হয়েছিল এই ভাইরাসে আক্রান্ত হয়েl গত বছর ২০মার্চ থেকে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার সীমান্ত বন্ধের উদ্যোগ নেয়া হয় । বর্তমানে ১৪ দিনের কোয়ারেন্টাইন সম্পন্ন করার শর্তে অস্ট্রেলিয়ার স্থায়ী বাসিন্দা ও নাগরিকদের প্রবেশাধিকার রয়েছে ।