--- বিজ্ঞাপন ---

মহানবীর জম্মদিনে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে, গেজেট জারি

0

বাংলাদেশের সম্মানিত হাসিনা সরকার সর্বকালের শ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান জ্ঞাপন জানিয়ে পবিত্র ঈদ এ মিলাদুন্নবীতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করার আদেশ জারি করে গেজেট প্রকাশ করেছেন।

সরকারি নির্দেশনা মোতাবেক এখন থেকে দেশের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে ঈদ এ মিলাদুন্নবী এবং ঐতিহাসিক ৭ই মার্চে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। গত বুধবার মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত গেজেটে এ তথ্য জানানো হয়।

গেজেট অনুযায়ি, ১২ই রবিউল আওয়াল, ঐতিহাসিক ৭ই মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬শে মার্চ এবং মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর দেশের সব সরকারি বেসরকারি স্বায়িত্বশাষিত ও আধা স্বায়িত্বশাষিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামুলক করে গেজেট প্রকাশ করা হয়েছেে। এছাড়াও সরকার যদি অন্য কোন দিন বা দিবসে পতাকা উত্তোলনের আদেশ জারি করে তাও পালন করার কথা বলা হয়েছে।

আদেশ অনুযায়ী দিবসগুলোতে দেশের বাইরে অবস্থিত বাংলাদেশি মিশন, দুতাবাসেও জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.