মোঃ মিজানুর রহমান, পঞ্চগড়
কর্মদক্ষতায় মূল্যায়নে পঞ্চগড়ের শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হয়েছেন তেঁতুলিয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মাসুদুল হক। ২০২০ সালে কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পাঁচ উপজেলার এসিল্যান্ডের মধ্যে তাকে শ্রেষ্ঠ এসিল্যান্ডের ঘোষনা করেন জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন। জেলা রাজস্ব সম্মেলনে শ্রেষ্ঠত্বের বিশেষ স্বীকৃতি হিসেবে মোাঃ মাসুদুল হক কে শুভে”ছা স্মারক প্রদান করেছেন জেলা প্রশাসক। করোনা পরিস্থিতিতে এই কর্মকর্তা ফ্রন্টলাইনার যোদ্ধা হয়ে জনসমাগম নিয়ন্ত্রণ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণসহ লকডাউন ও করোনা প্রতিরোধে মাস্ক পড়া নিশ্চিতকরণ গুরুত্ব পূর্ণ দায়িত্ব পালন করেন, এছাড়াও মাদক প্রতিরোধ অভিযান, জুয়া, বাল্যবিয়ে, ইভটিজিং বন্ধ, দ্রব্য মূল্য ও ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ, মৎস্য সম্পদ রক্ষা ও সরকারি সম্পত্তি রক্ষায় কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন।
সহকারি কমিশনারের (ভূমি) দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ছয় মাসের ও বেশি সময় দায়িত্ব পালন করেন। ২ জুলাই ২০১৯ সালে তেঁতুলিয়া এসিল্যান্ড হিসেবে যোগদান করেন মোঃ মাসুদুল হক। যোগদানের পর থেকেই কর্মদক্ষতার পরিচয় দেন তিনি। সেবাগ্রহীতারা যেন দালালের খপ্পরে না পরে সেটিও নিশ্চিত করেছে এই কর্মকর্তা। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে প্রত্যেক ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিস উ”চ গতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ ব্যবস্থাসহ উন্নতমানের ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানারের ব্যবস্থা করেছেন। প্রযুক্তি ব্যবহারে এখন সেবাগ্রতীরা অল্প সময়ে ও কম খরচে সেবাগ্রহণ করতে পারছেন। অফিস ও রেকর্ড রুমের সার্বিক নিরপত্তা বসিয়েছেন সিসি টিভি ক্যামেরা। সেবাগ্রহীতারা মিউটেশনে ৪৫ সেবা কার্যদিবসের বদলে ২৮ দিনের মধ্যেই নামজারির করতে সক্ষম হয়েছে। মাত্র ২০ মিনিকেটর মধ্যে ই-নামজারির শুনানি গ্রহণ করে সরকার নির্ধারিত ফ্রিতেই মিলছে জমির খতিয়ান ও ডিসি.আর। এস.এম.এস- রে মাধ্যমে মিলছে তথ্য। প্রবাসীরা জরুরি ক্ষেত্রে কিছু কিছু মামলায় ৭ দিনের মধ্যে নিস্পতি করা হ”েছ। বীর মুক্তিযোদ্ধাদের মামলা ১০ দিনের মধ্যে নিস্পত্তি করা হয়েছে।