--- বিজ্ঞাপন ---

প্রতিদিন হোক নারী দিবস, বললেন অতিরিক্ত কর কমিশনার সামিনা ইসলাম

রোটারি ক্লাব অব রয়েলস এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন

0

চট্টগ্রামের অতিরিক্ত কর কমিশনার সামিনা ইসলাম বলেছেন, আন্তর্জাতিক নারী দিবস শুধু একদনের জন্য প্রতিদিন পালন করতে হবে। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নারীরা দেশ ও সমাজের উন্নয়নে অবদান রেখে চলেছে। তিনি বলেন, নারীরা প্রতিটি পেশায় প্রতিভার স্বাক্ষর রাখছে। একজন নারী পরিবার সামলে পেশাগতভাবে নিজের উন্নয়নকেও তরান্বিত করছে। নারীরা আজ আর ঘরে বসে নেই। এ সমাজে পুরুষের পাশাপাশি নারীর ভূমিকা কোন অংশে ছোট করে দেখার সুযোগ নেই। সামিনা ইসলাম বলেন, সমাজে নারীদের ভূমিকা রাখতে পুরুষদের এগিয়ে আসতে হবে। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আমি পেশাগত জীবনে এ পর্যায়ে আসার পেছনে আমার স্বামীর সহযোগিতা ছিল সবসময়। এমনকি আমার শ্বশুর বাড়ী থেকে উৎসাহ পেয়েছি ব্যাপকভাবে। তাই আজ আমি প্রতিষ্ঠিত। তিনি বলেন, একজন মা’র পেশাগত উন্নয়ন সন্তানদেরও প্রভাবিত করেন। একজন নারী এখন গৃহিনী না, হোম মেকার।

রোটারী ক্লাব অব রয়েলস এর উদ্যোগে পালন করা হয় আর্ন্তজাতিক নারী দিবস। এ দিবস উপলক্ষে আয়োজিত সভায় অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত কর কমিশনার সামিনা ইসলাম। রোটারীয়ান কাজী আবুল মনসুরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রোটারি ক্লাব অব খুলশির সাবেক সভাপতি রোটারিয়ান প্রকোৗশলী মতিউর রহমান,  চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, ক্লাবের সচিব রোটারিয়ান কাজী ইকবালুর রহমান। এ সময় ক্লাবের সদস্যরা সহ আরও উপস্থিত ছিলেন যমুনা টেলি ভিশনের ব্যুরো প্রধান জামসেদ রেহমান, বাংলা টিভির ব্যুরো প্রধান লোকমান চৌধুরী, সংবাদের ব্যুরো নিরুপম দাশগুপ্ত, প্রেস ক্লাবের আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার আবুল হাসনাত, সিনিয়র সাংবাদিক গোলাম মাওলা মুরাদ,সিনিয়র সাংবাদিক সরওয়ার আমিন বাবু, সিনিয়র জোবায়ের সিদ্দিকী,সিনিয়র সাংবাদিক আজিুজল কদির, সাংবাদিক হাবিব রেজা, সাংবাদিক সোহেল মাহমুদ প্রমূখ।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.