এত কড়াকড়ি, এত সাবধানতা সব কিছু বিফলে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ায় আবারও পাওয়া গেল বাংলাদেশী কোভিড পজেটিভ কর্মী। তারা কিভাবে কোয়ারেন্টাইন না করেই কোরিয়া গেল, এ প্রশ্নের কোন উত্তর পাওয়া না গেলেও প্রশ্ন উঠেছে মুষ্টিমেয় লোকের কারনে কোরিয়ান বাজার বন্ধ হলে এর দায়ভার কে নেবে। অথচ বিষয়টি নিয়ে বিস্তর লেখালেখির পর বোয়েসেল এবং কোরিয়াস্থ সিউল দূতাবাস সক্রিয়ভাবে কাজ করছে। তারপরও বাংলাদেশ থেকে কোরিয়া যাচ্ছে পজেটিভ নিয়ে। সেখানে টেস্টে ধরা পড়ছে। আর তার জবাব দিতে হচ্ছে দূতাবাসকে। ক্রমশ হুমকির মূখে পড়তে যাচ্ছে কোরিয়ার শ্রম বাজারসহ বাংলাদেশী শিক্ষার্থীদের ভবিষ্যত।
বোয়েসেল সূত্র জানায়, দক্ষিণ কোরিয়ার নিয়মিত এম্প্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস) কর্মীদের ফ্লাইট কার্যক্রম শুরু ও কোভিড হোক প্রতিরোধকল্পে গত ১২ এপ্রিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ থেকে সকল যাত্রী (বিদেশি নাগরিকসহ) দক্ষিণ কোরিয়ায় প্রবেশের পূর্বে কোরিয়ান কীট দ্বারা কোভিড টেস্টসহ ৭ দিনের কোয়ারেন্টাইন সম্পন্ন করতে হবে। ২৬ জন যাত্রী কোরিয়া গমনের জন্য আগ্রহ প্রকাশ করলে গত ১৭ মে ৬ জন যাত্রী সাতদিনের কয়োরেন্টাইন সম্পন্ন করে দক্ষিণ কোরিয়া গমন করেন । অবশিষ্ট যাত্রীরা দক্ষিণ কোরিয়া গমনের প্রক্রিয়ায় রয়েছেন।
কিন্ত বাংলাদেশ দূতাবাস গত ১৮ মে তারিখে জানায়, বাংলাদেশ থেকে আসা ২ জন কর্মীর টেস্টে করোনা পজেটিভ রিপোর্ট আসে। পরে বোয়েসেল জানায়, যে দু’জনের শরীরে কোভিড পজেটিভ এসেছে তারা কোয়ারেন্টাই না মেনে কোরিয়া গেছে। প্রশ্ন উঠেছে, এটা কি করে সম্ভব। কারও কি কোন গাফিলতি আছে।
সূত্র জানায়, যেখানে বাংলাদেশীদের জন্য কোরিয়ার শ্রম বাজার পুনরায় খুলতে দূতাবাস সক্রিয়ভাবে কাজ করছে। গত এক বছরে বাংলাদেশের জন্য দ্বিতীয় বার করা কোরিয়ার বন্ধ দরজা খোলার চেষ্টা চলছে সেখানে পুরো শ্রম বাজারকে হুমকরি মুখে ফেলা হচ্ছে কেন। এত কড়াকড়ির পরও কিভাবে কোভিড পজেটিভ কর্মী কোরিয়া যাচ্ছে বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া দরকার বলে সংশ্লিষ্টরা মনে করেন।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে। এর মধ্যে দূতাবাসের ফেসবুক পেজ এ বেশ কয়েকজন ক্ষোভ প্রকাশ করেন। তারা বিষয়টি গুরুত্বের সাথে নিতে অনুরোধ জানান।