--- বিজ্ঞাপন ---

ভারতীয় মিগ-২১ বিধ্বস্ত, স্কোয়াড্রন লিডার নিহত

0

ভারতে একের পর এক প্রশিক্ষণ বিমান দূর্ঘটনায় পড়ছে। এগুলোর বেশিরভাগই অত্যাধুনিক মিগ-২১। গতকাল রাতে রুটিন ট্রেনিং চলাকালীন পাঞ্জাবের মোগায় ভেঙে পড়ল ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান৷ ৷ ট্রেনিং চলাকালীন মাঝপথে দুর্ঘটনার কবলে পড়ে যুদ্ধবিমানটি ৷ ঘটনায় স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী গুরুতর আহত হন। পরে তিনি মারা যান। কেন এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বিমানবাহিনী ৷ এই বিষয়ে বিমানবাহিনীর তরফে একটি টুইট করে স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরীর মৃত্যুতে শোকজ্ঞাপন করা হয়।
জানা গেছে , বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে ঘটনাটি ঘটে। পুলিশকে ঘটনাটি জানানোর পর সাড়ে ১১টা নাদাগ উদ্ধার তৎপরতা শুরু হয়। পাঞ্জাবের মোগার ভগপুরানাক লঙ্গিয়ানা খুর্দ গ্রামের কাছে ভেঙে পড়ে যুদ্ধবিমানটি। এর প্রায় তিন ঘণ্টা পরে খোঁজ মেলে বিমানের পাইলটের। ঘটনায় পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী মারা যান। ভারতীয় বিমানবাহিনীর তরফে এক টুইটে স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরীর মৃত্যুর খবর জানানো হয়েছে ৷ তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিমানবাহিনী এবং এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে৷ ইতিমধ্য়েই বিমানবাহিনীর তরফে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে৷
টুইটে বিমানবাহিনীর তরফে লেখা হয়, ‘গত রাতে পশ্চিম সেক্টরে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার কবলে পড়ে আইএএফ-এর বাইসন বিমান। পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরীকে মারাত্মক ভাবে আহত হয়ে মারা যান। আইএএফ এই মর্মান্তিক ক্ষতির জন্য শোক প্রকাশ করছে এবং শোকাহত পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে আছে।’
এদিকে ঘটনার কারণ খুঁজে বের করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী।

উল্লেখ্য চলতি  বছরে এটি মিগ ২১ যুদ্ধবিমানের তৃতীয় ক্র্যাশ। এর আগে মার্চে মধ্য ভারতে ভেঙে পড়েছিল মিগ ২১ যুদ্ধবিমান। সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন এক গ্রুপ ক্যাপ্টেন। জানুয়ারিতে রাজস্থানে আরো একটি দুর্ঘটনা ঘটেছিল মিগ ২১-এর। তবে সেই ঘটনায় পাইলট সফলভাবে ইজেক্ট করতে সক্ষম হওয়ায় প্রাণে বেঁচে গিয়েছিলেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.