চট্টগ্রাম ব্যুরো
২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২২ এ প্রিমিয়াম প্যাভিলিয়ন ক্যাটাগরিতে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ অর্জন করেছে অনন্য সম্মাননা। মেলায় আবুল খায়ের গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আবুল খায়ের মিল্ক প্রোডাক্টস লিমিটেড এর ‘মার্কস’ প্যাভিলিয়ন শ্রেষ্ঠ প্যাভিলিয়ন হিসেবে পুরস্কৃত হয়। একই সাথে জেনারেল প্যাভিলিয়ন ক্যাটাগরিতে আবুল খায়ের কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড এর ‘আমা কফি’ প্যাভিলিয়ন দ্বিতীয় পুরস্কারের জন্য নির্বাচিত হয়। মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এবং বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক – এর হাত থেকে আবুল খায়ের গ্রুপ এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ চৌধুরী (অব:)।
উল্লেখ্য, দেশের খ্যাতনামা এ প্রতিষ্ঠানটি অনেক বছর ধরে মেলায় অংশগ্রহণ করে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখে চলেছে। দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন নির্মান করে আবুল খায়ের গ্রুপ দর্শকদের সহজেই দৃষ্টি কাড়ে। বরাবরের মতো এবারও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আবুল খায়ের গ্রুপ সেরা প্যাভিলিয়ন বানিয়ে সবার নজর কেড়েছে।#
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী র্সবাদ