পাকিস্তানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আস্থাভোটের ঠিক আগে মুখ খুললেন প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান। একটি সাক্ষাৎকারে রেহাম বলেন, ‘‘ইমরান খান বিভ্রমে ভোগেন। কারও পরামর্শ শোনা ওঁর ধাতে নেই। যদি সত্যিই সুপরামর্শ শুনতেন, তাহলে হয়তো আমি এখনও ওঁর স্ত্রী-ই থাকতাম। হয়তো, অন্যরাও ওঁকে ছেড়ে যেত না।’’
সঙ্গে সংখ্যা নেই। তবুও কেন সসম্মানে ইস্তফা দেওয়ার পরিবর্তে ভোটের পথে গেলেন ইমরান? এই প্রশ্নের জবাবে পেশায় সাংবাদিক রেহাম বলেন, ‘‘আপনারা কি মনে করেন, গোটা পৃথিবী যা বলছে, সেটাই হুবহু মেনে নেওয়ার মানুষ ইমরান! সবসময়ে বিভ্রমের মধ্যে থাকেন। নিজেকে ভগবান মনে করেন।’’ তার পরই রেহামের সংযোজন, ‘‘দেখুন, ও এক জন এমন তারকা, যিনি সব সময় নিজের গুণকীর্তন শুনতে চান। উনি সব সময় নিজের নাম ও তার সঙ্গে ঝড়ের মতো হাততালির শব্দ শুনতে চান।’’আসন্ন আস্থাভোট সম্পর্কে রেহাম বলেন, ‘‘ওঁকে বহুবার অনেকে বলেছেন, তুমি ছেড়ে চলে এসো, তাতে তোমার মানটা অন্তত বাঁচবে। কিন্তু আমার মনে হয় সসম্মানে পদ ছাড়া বলে কোনও কথা ওঁর অভিধানে নেই। যদি তা থাকত, তা হলে ইমরান ওই পথে যেতেন না। আসলে ওঁর সঙ্গে ইদানীং আর মান-পাশাপাশি রেহাম সমালোচনা করেছেন, ইমরানের দেশ চালানোর পদ্ধতিরও। তাঁর কথায়, ‘‘আমি সত্যিই জানি না, ইমরানকে কেন গত প্রায় চার বছর ধরে দেশ চালানোর অনুমতি দেওয়া হল। সেই জন্যই আজ দেশের, জাতির এই দুর্গতি।’’
ইমরান অভিযোগ করেছিলেন, তাঁর সরকারকে ফেলার অপচেষ্টা আসলে বৃহত্তর বিদেশি ষড়যন্ত্রের অঙ্গ। তার প্রত্যুত্তরে রেহাম বলেন, ‘‘যে গপ্পোটা ইমরান ফেঁদেছেন, তা দ্বিতীয় শ্রেণির ছবিতেও দেখা যায় না।’’সম্মান কথাটি মেলানো যায় না। ইমরানের মান, যা আমি শেষবার দেখেছিলাম আমাদের বিয়ের দিন।’’গত রবিবার ইসলামাবাদে বিরাট জনসভায় ইমরান দাবি করেন, জলের মতো বিদেশি অর্থ খরচ করে তাঁর সরকার ফেলার ষড়যন্ত্র চলছে। তাতে ইমরানের তরফের লোকেদেরও ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ইমরান জানিয়ে দেন, যত চাপই তৈরি করা হোক না কেন, তিনি অন্যায়ের সঙ্গে আপস করবেন না। # সূত্রঃ আনন্দবাজার