বুয়েট ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ফটিকছড়ির সন্তান নাজমুল আলম উত্তীর্ণ হয়েছেন। নাজমুল আলমের উত্তীর্ণকৃত সাবজেক্ট আরবান এ্যান্ড রিজিওনাল প্ল্যানিং।
নাজমুল আলম ব্যবসায়ী দিদারুল আলম ও নাছরীন আকতারের তৃতীয় সন্তান। নাজমুলের মেজ বোন দিলরুবা সামিয়া রংপুর মেডিকেল কলেজের চুতর্থ বর্ষের ছাত্রী।বড় বোন নাজমুন আকতার সম্প্রতি এল,এল,বি পাস করেছেন।জানা যায়,বৃহস্পতিবার (৩০ জুন) রাত ৯টার পর ২০২১-২২ শিক্ষাবর্ষের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। বুয়েটের ওয়েবসাইটে ফল এরই মধ্যে প্রকাশিত হয়েছে।
এর আগে গত ১৮ জুন বুয়েট ক্যাম্পাসে ৬ হাজার শিক্ষার্থীকে নিয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ও বিকেল দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রকৌশল বিভাগ সমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ‘মডিউল-এ’ সকাল ১০টা-১২টা ও প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের জন্য ‘মডিউল-বি’ দুই শিফটে বেলা ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়। নাজমুল দেশের উন্নয়নে তারঁ ভুমিকা রাখতে চায়।#