চট্টগ্রামের ঐতিহ্যবাহী ইন্ডিপেন্ডেড স্কুল ও কলেজের উদ্যোগে পালিত হয়েছে শহীদ দিবস। এ উপলক্ষে প্রতিষ্ঠানের কাতালগঞ্জস্থ প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও প্রতিদিনের সংবাদের উপ-সম্পাদক কাজী আবুল মনসুর। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক তৈয়ব চৌধুরী।
প্রধান অতিথি তারঁ বক্তব্যে বলেন, পৃথিবীতে যে কটি ভাষা বিশ্বে সমাধৃত তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলা ভাষা। আর এ ভাষায় কথা বলার জন্য ১৯৫২ সালে শহীদ হয়েছিলেন সালাম, রফিক, বরকতসহ নাম না জানা আরো অনেকে। পাকিস্তানের উর্দূকে যখন রাষ্ট্র ভাষা করতে তৎপরতা চালানো হচ্ছিল তখন তৎকালিন পূর্ব পাকিস্তানের মানুষ গর্জে উঠে নিজেদের বাংলা ভাষা প্রতিষ্ঠার লড়াইয়ে। রাজপথে রক্ত ঝরেছিল বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্র ভাষা করতে। তাদের রক্তের বিনিময়ে আজ বাংলা ভাষা বিশ্বের মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি শিক্ষার্থীদের বলেন, বাংলা ভাষা ভালো করে শিখতে হবে। এ ভাষা এখন আর বাংলাদেশে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক ভাষা হিসেবে বাংলা এখন বিশ্বের মানুষের কাছে মর্যাদা পেয়েছে।
পরে ছাত্র-ছাত্রীদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।#