--- বিজ্ঞাপন ---

সৌদিআরবে বসবাসরত বাংলাদেশীদের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি

0

সৌদি আরবে বসবাসরত যে সকল অভিবাসী বাংলাদেশী নাগরিকগণ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বি, এ কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছেন তাঁরা অনলাইন আবেদনের কপি নিয়ে ০১ মার্চ থেকে ভর্তি হতে পারবেন।

ভর্তির জন্য যা প্রয়োজনঃ ১। অনলাইন আবেদনের কপি। ২। সকল সনদ ও নম্বরপত্রের কপি। ৩। পাসপোর্ট ও ইকামার কপি।

৪। দুই কপি পাসপোর্ট সাইজ ছবি। ৫। ভর্তির সময় প্রথম বর্ষের ফি মোট ৯৪০ সৌদি রিয়াল। (কোর্সটি মোট ৩ বছরের, প্রথম বর্ষ শেষে দ্বিতীয় বর্ষে ভর্তি হতে হবে)

ভর্তির জন্য যোগাযোগ করুনঃ জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (বাংলা কারিকুলাম–০৫৭০৮৫৯০৬২)। রিয়াদস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (বাংলা কারিকুলাম–০৫৪২৯২০০৭১) ও দাম্মাম বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (০৫৩০৩৩২৫০৭) এই নম্বরে যোগাযোগ করে ভর্তি হয়ে নিন।

এছাড়া যারা এস এস সি ও এইচ এস সি প্রোগ্রামে ভর্তি হতে চান তাঁদের জন্য আগামী ৩,৪,৫ মার্চ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আবেদনের লিংক খোলা হবে, অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের পর ভর্তির বিষয়ে জানিয়ে দেয়া হবে। ##

 

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.