--- বিজ্ঞাপন ---

চট্টগ্রামে বৃন্ত ললিতকলা একাডেমি প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন

0

বৃন্ত ললিতকলা একাডেমি চট্টগ্রামের প্রতিষ্ঠা বাষির্কী শনিবার চট্টগ্রাম মহাগরীর থিয়েটার ইন্সটিটিউট হলে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। সন্ধ্যায় অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক শুকলাল দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও প্রতিদিনের সংবাদের উপ-সম্পাদক কাজী আবুল মনসুর। সভাপতিত্ব করেন ললিতকলা একাডেমির অধ্যক্ষ লিটন সেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তি শিল্পী প্রবীর পাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সুস্থ ধারার সাংস্কৃতিক বিকাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ডিজিটাল প্লাটফর্মের কিছু ক্ষেত্রে বেশ কিছু অসুস্থ ধারা চলছে, এর থেকে শিশুদের দুরে রাখতে হবে। তিনি শিশুদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানরা পড়াশুনার পাশাপাশি সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিচরণ করতে পারে। তবে যা হোক না আগে পড়া ঠিক রাখতে হবে। পড়াশুনা বাদ দিয়ে কোন কিছু শিখতে চাইলে তা পারফেক্ট হবে না। ফেসবুক, ইউটিউব সংস্কৃতির ক্ষতিকর দিকগুলোতে যাতে সন্তানরা যেতে না পারে তার জন্য অভিভাবকদের নজর রাখতে হবে। তিনি বলেন, যা কিছুই শিশুরা শিখুক না কেন তা ভালো করে শিখতে হবে। আমাদের সন্তানরা সবকিছুতে মাঝ পথে হারিয়ে যায় বলে শেখার বিষয়টি পরিপূর্ণ হয় না।  অনুষ্ঠানে ৪৫ শিশু গান ও নৃত্য পরিবেশন করেন।##

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.