মিসাইল পরীক্ষা করতে যাচ্ছে পাকিস্তান

এন.এইচ নিরব:

চীনা প্রেসিডেন্ট শিজিংপিং দু দিনের ভারত সফরে শুক্রবার তামিলনাড়ুতে পৌঁছেছেন। সেখানে তার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। দু’নেতার ওই বৈঠকের সময় করাচি বন্দরের কাছে মিসাইল পরীক্ষা করবে পাকিস্তান। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম কলকাতা টুয়েন্টি ফোর।

তারা বলছে, পাকিস্তান এই পরীক্ষা চালাবে করাচি থেকে ৪০ কিমি উত্তর পশ্চিমে সোনমিয়ানি এলাকা থেকে।

পাকিস্তানের সিভিল অ্যাভিয়েশন অথরিটিস এর পক্ষ থেকে পাকিস্তান এয়ারফোর্সকে একটি নোটিশ ইস্যু করা হয়েছে। সেখানে ১০ অক্টোবর ৯ টা ৩০ থেকে ১১ টা ৩০ পর্যন্ত এবং ১১ ও ১২ অক্টোবর সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১২ টা- এই সময়ের উল্লেখ রয়েছে । মনে করা হচ্ছে, এই সময়ের মধ্যেই মিসাইল পরীক্ষা করতে পারে পাকিস্তান।

যদিও পাকিস্তান ঠিক কোন মিসাইলটি পরীক্ষা করবে তা জানা যায়নি। করাচি থেকে ছেড়ে আসা সমস্ত আন্তর্জাতিক বিমানগুলিকেই এই সময় অন্য রুট দিয়ে যাতায়াত করার নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে গজনভি মিসাইল উৎক্ষেপণ করেছিল পাকিস্তান। তখনও এমনভাবে বিমানের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছিল।

Comments (০)
Add Comment