করোনায় সৌদিআরবের এক প্রিন্সের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবের রাজপরিবারের এক প্রিন্সের মৃত্যু হয়েছে। সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডিল ইস্ট মনিটর খবরটি প্রকাশ করে। সৌদি আরবের সরকারি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়,

গত বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবের রয়্যাল কোর্ট প্রিন্স সৌদ বিন আবদুল্লাহ বিন ফয়সাল বিন আবদুল আজিজ আল সৌদের মৃত্যু হয়। কিন্তু কোর্টের পক্ষ থেকে মৃত্যুর কারণ সম্পর্কে তথ্য দেয়া হয়নি। তবে বলা হচ্ছে, আবদুল আজিজের মৃত্যুর পর রাজপরিবারের অনেক সদস্যই হাসপাতাল কিংবা নিজ বাসভবনে থেকে করোনার চিকিৎসা নিচ্ছেন। সৌদি সাংবাদিকের তথ্য মতে, করোনাভাইরাসের কারণে দেশটির জেদ্দা ও রিয়াদের অবস্থা উদ্বেগজনক। নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, রিয়াদের গভর্নর ফয়সাল বিন বানদার বিন আবদুল আজিজসহ সৌদি রাজপরিবারের প্রায় দেড়শ সদস্য এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সূত্র : মিডল ইস্ট মনিটর

Comments (০)
Add Comment