প্রবল বর্ষণে আফগানিস্তানে ৭২ জন নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ৭২ জন মারা গেছে। এছাড়া, বন্যায় শত শত ঘর-বাড়ি ধ্বংস হয়েছে।

আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম আজিম জানান, আজ বুধবার ভোরের দিকে কাবুল সীমান্তবর্তী পারওয়ান প্রদেশে এ ভয়াবহ বন্যা শুরু হয়। বহু নারী-পুরুষ ও শিশু বন্যার পানির প্রবল স্রোতের মুখে পড়ে। এর মধ্যে অন্তত ৭২ জন মারা যায়। বন্যার তোড়ে ভেঙে পড়েছে অন্তত ৩০০ বাড়ি।

তিনি জানান, উদ্ধারকারীরা সারাদিন ধরে কাদামাটির ভেতর থেকে ৭২টি লাশ উদ্ধার করে। এছাড়া, বন্যা থেকে সৃষ্ট নানা দুর্ঘটনায় ৯০ জন আহত হয়েছে।

স্থানীয় এক ব্যক্তির ধারণ করা ভিডিও ফুটেজে থেকে দেখা গেছে, রাস্তায় রাস্তায় ময়লা-আবর্জনা পড়ে রয়েছে।

এছাড়া, লোকজন কাদা খুঁড়ে লাশ উদ্ধার করছে এবং লোকজন বাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছে।

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অর্থনীতি যখন প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারিতে খুবই নাজুক অবস্থায় রয়েছে তখন আকস্মিক এ বন্যা দেখা দিল।

Comments (০)
Add Comment