গুগলকে বিপুল অংকের জরিমানা করলো তুরস্ক

তুরস্কের সাথে গুগলের দ্বন্দ্ব নতুন না। তুরস্ক নিজের টেকনোলজির উন্নতির সাথে সাথে নজরদারিতে রেখেছে গুগলকেও। এবার গুগলকে বিপুল অংকের টাকা জরিমানা করার বিষয়টি তুরস্কের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। যা প্রায় বাংলাদেশী ৩০০ কোটি টাকারও বেশি।

জানা গেছে, টেক জায়ান্ট গুগলকে সার্চ ইঞ্জিন পরিষেবায় ক্ষমতার অপব্যবহার করায় বিপুল পরিমাণ অর্থ জরিমানা করেছে তুরস্ক। বুধবার দেশটির আইন প্রয়োগকারী সংস্থা তার্কিস কমপিটিশন বোর্ড গুগলকে এ জরিমানা করে। জরিমানার অর্থ ২৯৬ মিলিয়ন লিরার বেশি (৩ কোটি ৬০ লাখ ডলার)।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গুগল তার পরিষেবা গ্রহণে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে গ্রাহকদের বেশি সুবিধা দিচ্ছে, যা প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো থেকেও বেশি। ফলে সার্চ ইঞ্জিন পরিষেবায় অসমতা তৈরি করায় জরিমানার মুখে পড়তে হলো টেক জায়ান্টটিকে।

তার্কিস কমপিটিশন বোর্ড আরও জানায়, গুগলকে ছয় মাসের মধ্যে নিশ্চিত করতে হবে যে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোকে অসুবিধায় ফেলা যাবে না এবং এ বিষয়ে পাঁচ বছর ধরে বার্ষিক প্রতিবেদন জমা দিতে হবে।

তবে গুগল জানায়, তথ্য অনুসন্ধানে গ্রাহকদের দাবির অনুসারে সার্চ পরিষেবার কার্যকারিতা বাড়ানো হয়েছে।

গুগলগুগল সার্চ ইঞ্জিনতুরস্ক
Comments (০)
Add Comment