মাতৃভাষা দিবস ও শহীদ মিনার নির্মানে সুপারিশ করলো আইজেএনই

অনুরূপ  টিটো, ফিনল্যান্ড থেকে##

ইউরোপের দেশ সমূহে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও ভাষা শহীদ মিনার নির্মাণের সুপারিশ করলো আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা ’আইজেএনই’। এতে বিশ্বে বাংলা ভাষার মর্যাদা আরো বৃদ্ধি পেলো। তাদের এই সুপারিশের কারণে বিশ্বের মানুষদের বাংলা ভাষার প্রতি আগ্রহ দেখা দেবে।

সম্প্রতি সংস্থাটির সভাপতি ভূঁইয়া এন জামান ইউরোপিয়ান পার্লামেন্ট ও ইউরোপিয়ান কমিশন সফরকালে ইউরোপিয়ান সংসদের দুইজন প্রভাবশালী সদস্যের নিকট এই সুপারিশমালা হস্তান্তর করেন। সাক্ষাৎকালীন সময়ে এমইপি হেন্না ভীরকুসেন এবং সিরাপা পিএতি কাইনেন তারা তাদের ব্যক্তিগত তরফে ইউরোপের দেশ সমূহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও স্থায়ী শহীদ মিনার নির্মাণে তাদের ব্যক্তিগত আগ্রহের কথা ব্যক্ত করেন । যথাযথ প্রক্রিয়া মেনে ইউরোপের দেশ সমূহে যাতে দিবসটি উদযাপিত হয় এবং ভাষা শহীদ মিনার নির্মাণে সরকাররা এগিয়ে আসে সেই ব্যাপারে যথাযত পদক্ষেপ নেবেন বলে ’আইজেএন’ সভাপতিকে আস্বস্ত করেন।

সুপারিশমালা হস্তান্তরের সময় ফিনল্যাণ্ড হতে আগত ক্ষমতাশীল দল কোকোমুসের ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।##

আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা ’আইজেএনআই’#ইউরোপিয়ান কমিশন#ইউরোপিয়ান পার্লামেন্ট#
Comments (০)
Add Comment