-- বিজ্ঞাপন ---

সিংহ মেরে কানাডিয়ান দম্পতির চুম্বন, সমালোচনার ঝড়

0

সিংহ শিকার করে তার পাশে বসে এক অপরে চুম্বন করছেন এক দম্পতি। এরপর সেই ছবি ফ্রেমে বন্দি করে পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। এনিয়ে ব্যাপক সমালোচনার ঝড় চলছে সামাজিক মাধ্যমে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, ড্যারেন ও ক্যারলিন কার্টার নামে কানাডিয়ান ওই দম্পতি শিকারের জন্য দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন। সেখানে তারা একটি সিংহ শিকার করেন। এরপর সেই সিংহের পাশে বসে একে অপরকে চুম্বন করেন তারা। দক্ষিণ আফ্রিকার জঙ্গলে শিকারের উদ্দেশেই গিয়েছিল ড্যারেন কার্টার ও ক্যারোলিন কার্টার। লাগিলেলা সাফারি নামে একটি দলের সঙ্গে শিকার অভিযানে যান তারা। তার পরেই গুলি করে মারা হয় বিশালাকায় সিংহটিকে। সিংহ মারার আনন্দে তার পাশে বসে পোজ দিয়ে চুম্বন করে ওই দম্পতি। এরপর থেকে ওই দম্পতির ছবি ঘিরে চলছে কড়া সমালোচনা। বন্যপ্রাণী এভাবে নির্বিচারে শিকার করায় অনেকে এর তীব্র নিন্দা জানাচ্ছেন।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.