-- বিজ্ঞাপন ---

আর্নে বাই: ২০ বছরের ধর্ষক চিকিৎসক, নরওয়ের ইতিহাসে তোলপাড়

চাঞ্চল্যকর এ তথ্যটি প্রকাশিত হয়েছে ২৪ নভেম্বর। আর্নে বাই নামের একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসার নামে কি পরিমান নোংরামির আশ্রয় নিতে পারে তারই ভয়াবহ বিবরন প্রকাশিত হয়েছে বিদেশী গণমাধ্যমগুলোতে। নরওয়ের গাইনোকোলজিস্ট আর্নে বাই নামের এ ডাক্তারের বিরুদ্ধে ২০ বছর ধরে ৯৪টি ধর্ষণ ও যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। এর মধ্যে ৮৭টি ধর্ষণের অভিযোগ রয়েছে। ২০২২ সালে তদন্ত শুরু হয়, যেখানে ৬,০০০ ঘণ্টার বেশি গোপনে রেকর্ড করা ভিডিও পাওয়া যায়। শিকারদের মধ্যে ১৪ বছরের কিশোরী থেকে ৬৭ বছরের বৃদ্ধাও রয়েছেন। আর্নে বাই যদি দোষী সাব্যস্ত হন, তবে তাকে ২১ বছরের কারাদণ্ড হতে পারে।

আনন্দবাজার লিখেছে, পেশায় নামদাজা চিকিৎসক। অথচ সেই ভদ্র, মার্জিত মুখের আড়ালে লুকোনো ছিল সম্পূর্ণ ভিন্ন এক চেহারা। ২০ বছর ধরে চিকিৎসার অছিলায় একের পর এক নারকীয় ঘটনা চালিয়ে গিয়েছেন তিনি। এমনটাই অভিযোগ উঠেছে এক স্ত্রীরোগ চিকিৎসকের বিরুদ্ধে।

আর্নে বাই। নরওয়ের বাসিন্দা ৫৫ বছরের এই সুদর্শন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, ৮৭ জন মহিলাকে ধর্ষণ করেছেন তিনি। ভয়াবহ সব অভিযোগ জমা পড়ে আর্নের বিরুদ্ধে। আর্নের ঘটনা প্রকাশ্যে আসতে নড়ে গিয়েছে নরওয়ে প্রশাসন। নরওয়ের ফ্রোস্টা নামের একটি ছোট্ট গ্রামের বাসিন্দা এই স্ত্রীরোগ চিকিৎসকের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের দু’টি মামলা-সহ বেশ কয়েকটি গুরুতর মামলা দায়ের হয়েছে। এই ঘটনাটিকে নরওয়ের ইতিহাসে সবচেয়ে বড় যৌন কেলেঙ্কারি বলে বর্ণনা করা হয়েছে। আর্নের বিরুদ্ধে মোট ৯৪ জন মহিলাকে যৌন নিগ্রহ ও ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ৮৭ জন তাঁর বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ এনেছেন। টানা দু’দশকের বেশি সময় ধরে তিনি এই কুকীর্তি চালিয়ে যান বলে অভিযোগ।

সংবাদমাধ্যম ‘দ্য সান’ জানিয়েছে, আর্নের শিকারদের মধ্যে সবচেয়ে কমবয়সি ছিল এক ১৪ বছরের কিশোরী। তাঁর যৌন লালসার হাত থেকে রেহাই পাননি এক বৃদ্ধাও। ৬৭ বছর বয়সি এক বৃদ্ধাকে তাঁর লালসার শিকার হতে হয়েছে বলে সংবাদমাধ্যমে বলা হয়েছে।

গ্রেফতারের সময় আর্নের কাছ থেকে ছ’হাজার ঘণ্টার বেশি ভিডিয়ো ফুটেজ খুঁজে পেয়েছে পুলিশ, যার মধ্যে তাঁর স্ত্রীরোগ সংক্রান্ত পরীক্ষার সমস্ত রেকর্ডিং রয়েছে। রোগীদের অজান্তেই তাঁদের চিকিৎসার দৃশ্য রেকর্ড হয়ে যেত ক্যামেরায়। পরতেন ছেঁড়া, নোংরা পোশাক! ৮৮৩ কোটির মালিক হয়েও ভাড়াবাড়িতে থাকতেন ‘কালো ডাইনি’। বাড়িই সবচেয়ে বিপজ্জনক, ৬০ শতাংশ নারীহত্যার নেপথ্যে পরিবার ও সঙ্গীরা! রেকর্ডিংগুলি পরীক্ষা করে পুলিশ জানিয়েছে, এতে এমন ভিডিয়ো তোলা হয়েছে, যা অত্যন্ত সংবেদনশীল। চিকি‌ৎসকের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে পুলিশ একাধিক ক্যামেরার হদিস পায়। এগুলি ব্যবহার করেই রোগীদের চিকিৎসার সময় ভিডিয়ো তৈরি করতেন আর্ন।

প্রতিবেদনে বলা হয়েছে, মহিলাদের পরীক্ষা করার সময় নানা উদ্ভট পদ্ধতি বেছে নিতেন আর্নে। সম্পূ্র্ণ অবৈজ্ঞানিক ভাবে মহিলাদের যৌনাঙ্গ পরীক্ষার জন্য ছোট গোলাকার বোতল এবং নলের মতো বস্তু ব্যবহার করতেন বলে অভিযোগ উঠেছে রোগীদের তরফ থেকে।

বিগত কয়েক বছর ধরে নিজের গ্রামে বসেই এই কাণ্ড ঘটিয়ে গিয়েছেন এই চিকিৎসক। একটি-দু’টি করে অভিযোগ জমা পড়তেই বহু মহিলাই এই প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে সরব হন। আর্নের কাছে চিকিৎসা করাতে গিয়ে নানা অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলে অভিযোগ করেছেন তাঁরা।

আর্নের কাছে চিকিৎসা করাতে গিয়ে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক রোগিণী। তিনি আদালতকে জানান, এমন কিছু যন্ত্রণাদায়ক চিকিৎসাপদ্ধতি আর্নে প্রয়োগ করেছিলেন, যাতে তাঁর মনে হয়েছিল তিনি মারা যেতে পারেন।

অন্য এক জন মহিলা অভিযোগ এনেছেন, গলায় ব্যথার জন্য আর্নের কাছে গিয়েছিলেন তিনি। পরীক্ষা নিরীক্ষার পর জ্ঞান ফিরলে ওই মহিলা দেখেন, একটি বেঞ্চে অন্তর্বাস পরে শুয়ে রয়েছেন তিনি। যে হেতু আর্নে তাঁদের গ্রামের চিকিৎসক ছিলেন, তাই তিনি যা যা করার নির্দেশ দিয়েছিলেন তা অক্ষরে অক্ষরে মেনেছিলেন ওই মহিলা।

‘দ্য সান’-এর প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষার সময় মহিলাদের তলপেটে মাসাজের নাম করে যৌন নিগ্রহ করতেন তিনি। নিজের চেম্বারে বসেই রোগী দেখার নাম করে যৌন লালসা মেটাতেন অভিযুক্ত চিকিৎসক। নরওয়ের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর ২০২২ সালের অগস্ট মাসে আর্নের বিরুদ্ধে তদন্তে নামে নরওয়ের পুলিশ।

২০২৩ পর্যন্ত আর্নের বিরুদ্ধে কোনও আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি। তাই আর্নের পেশার উপর কোনও সরকারি বাধা আরোপ করা হয়নি বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, তারা পরিস্থিতির উপর নজর রাখছে। বিচার চলাকালীনও আর্নেকে পুলিশি হেফাজতে নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে। দোষী সাব্যস্ত হলে ২১ বছর কারাদণ্ড হতে পারে এই চিকিৎসকের।

মাত্র ২ হাজার ৬০০ বাসিন্দা থাকেন নরওয়ের ফ্রস্টার নামের এই ছোট্ট শহরটিতে। আর্নে একজন নামজাদা ব্যক্তিত্বের পাশাপাশি খ্যাতনামা চিকিৎসক হিসাবেও পরিচিত ছিলেন। তাঁর বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ উঠে আসায় স্বাভাবিক ভাবেই তা নাড়িয়ে দিয়েছে নরওয়ের এই ছোট্ট জনপদের বাসিন্দাদেরও।## (আনন্দবাজারের সৌজন্যে)

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.