দুবাই প্রতিনিধি#
চট্টগ্রামের আবুল মনসুর আবদুল সবুর (৫২) লটারিতে পেলেন ৬৬ কোটি টাকা! তিনি ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন বলে মধ্যপ্রাচ্য ভিত্তিক খালিজ টাইমস জানায়। আবুধাবীর শেখ জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডিউটি ফ্রী’র বিগ টিকেট বলে পরিচিত এ লটারী। যার পরিমান ২০ মিলিয়ন দিরহাম। যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৬ কোটি টাকা। আবুধাবি বন্ধুদের সাথে তিনি এই বিজয়কে ভাগ করে নেবেন। তারা ৫ জন এই লটারী কিনলেও মনসুরের ভাগ্যে জোটে বিশাল অংকের এ টাকা।
খালিজ টাইমস জানায়, বহু বছর ধরে তিনি এ টিকেট কিনে ভাগ্যের পরীক্ষা করে আসছেন। প্রায় ২০০৭ সাল থেকে। তার বয়স এখন ৫২। টিকেট কর্তৃপক্ষ যখন তাকে এ টিকেট পাওয়ার কথা জানায় তখন মনসুর অনেকটা বাকশক্তি হয়ে যান। তিনি বিশ্বাস করতে পারছেন না বিশাল অংকের এ টাকা তারঁ ভাগ্যে জুটবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনসুর জানান, এ টাকা দিয়ে কি করবে এখনও তিনি সিদ্ধান্ত নেন নি। পরিবারের সাথে কথা বলে যাবতীয় সিদ্ধান্ত নেবেন।
জানা গেছে, আবুদাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল বিমান বন্দরে প্রতি বছর ইলেকট্রনিক র্যাফেল ড্র এর মাধ্যমে ভাগ্য নির্ধারিত হয়। যারা টিকেট কিনেন তারা মূল্যবান সোনার বার থেকে শুরু করে মার্সিটিজ গাড়ীও পান। তারই ধারাবাহিকতায় মনসুরের ভাগ্যে জুটল ২০ মিলিয়ন দেরহাম। যার পরিমান ৬৬ কোটি টাকা।#