-- বিজ্ঞাপন ---

আইপিএল ২০২৫-এর মেগা নিলামে ২৭ কোটি টাকায় ঋষভ পন্তকে কিনল লখনও সুপার

এবছর আইপিএল নিলামের জন্য প্রাথমিকভাবে নাম দিয়েছিলেন ১৫৭৪ জন ক্রিকেটার। সৌদি আরবের জেড্ডায় চলছে আইপিএল ২০২৫-এর মেগা নিলাম। যাঁদের মধ্য থেকে বাছাইয়ের পরে ৫৭৭ জন ক্রিকেটারের তালিকা তৈরি করে বিসিসিআই। এবছর মেগা নিলামে এই ৫৭৭ জনের ভাগ্য নির্ধারণ করা হচ্ছে সৌদি আরবের জেড্ডায়। দু’দিনের মেগা নিলামে দল খুঁজে পেতে পারেন সর্বাধিক ২০৪ জন ক্রিকেটার। প্রথম দিনে ইতিমধ্যেই ৭২ জন ক্রিকেটার দল খুঁজে পেয়েছেন, যাঁদের মধ্যে বেশ কয়েকজন মোটা দাম পেয়েছেন। এখন দেখার যে মেগা নিলামের দ্বিতীয় দিনে কাদের ব্যাঙ্ক ব্যালান্স ফুলে-ফেঁপে ওঠে, আর কাদের হতাশ হতে হয়।

প্রথম দিনে সব থেকে বেশি দাম পেয়েছেন কারা?
আইপিএল ২০২৫-এর মেগা নিলামের প্রথম দিনে সব থেকে বেশি ২৭ কোটি টাকা দাম পেয়েছেন ঋষভ পন্ত। তাঁকে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস। ঋষভ পন্ত গত মরশুম পর্যন্ত দিল্লির নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু এখন তিনি এই ফ্র্যাঞ্চাইজির থেকে আলাদা হয়ে গিয়েছেন। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দর দিয়ে লখনউ সুপার জায়ান্টস ঋষভ পন্তকে কিনেছেন। পন্তের বিদায়ের পর সবচেয়ে বড় প্রশ্ন উঠছে দিল্লির দায়িত্ব কে নেবেন? এবার এই ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক পার্থ জিন্দাল বিষয়টি থেকে পর্দা তুলেছিলেন। এরপর  শ্রেয়স আইয়ার দাম পেয়েছেন ২৬ কোটি ৭৫ লক্ষ টাকা। তিনি পঞ্জাব কিংসে যোগ দিয়েছেন। ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় কেকেআরে ফিরেছেন বেঙ্কটেশ আইয়ার। আর্শদীপ সিংকে ১৮ কোটি টাকায় দলে ফিরিয়েছে পঞ্জাব কিংস। যুজবেন্দ্র চাহালকে ১৮ কোটি টাকায় দলে নিয়েছে পঞ্জাব। ১৫ কোটি ৭৫ লক্ষ টাকায় জোস বাটলার যোগ দিয়েছেন গুজরাট টাইটানসে। ১৪ কোটি টাকায় লোকেশ রাহুল যোগ দিয়েছেন দিল্লি ক্যাপিটালসে।

কার হাতে কত টাকা আছে এখন

চেন্নাই সুপার কিংস- ১৫ কোটি ৬০ লক্ষ, দিল্লি ক্যাপিটালস- ১৩ কোটি ৮০ লক্ষ, গুজরাট টাইটানস- ১৭ কোটি ৫০ লক্ষ, কলকাতা নাইট রাইডার্স- ১০ কোটি ৫ লক্ষ, লখনউ সুপার জায়ান্টস- ১৪ কোটি ৮৫ লক্ষ, মুম্বই ইন্ডিয়ান্স- ২৬ কোটি ১০ লক্ষ, পঞ্জাব কিংস- ২২ কোটি ৫০ লক্ষ, রাজস্থান রয়্যালস- ১৭ কোটি ৩৫ লক্ষ, রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ৩০ কোটি ৬৫ লক্ষ, সানরাইজার্স হায়দরাবাদ- ৫ কোটি ১৫ লক্ষ।
বেঙ্কটেশ আইয়ার- ২৩ কোটি ৭৫ লক্ষ, এনরিখ নরকিয়া- ৬ কোটি ৫০ লক্ষ, কুইন্টন ডি’কক- ৩ কোটি ৬০ লক্ষ, অংকৃষ রঘুবংশী- ৩ কোটি, রহমানউল্লাহ গুরবাজ- ২ কোটি, বৈভব আরোরা- ১ কোটি ৮০ লক্ষ, মায়াঙ্ক মার্কান্ডে- ৩০ লক্ষ।

নিলামের প্রথম দিনে 

গুজরাট  নিয়েছে ,জোস বাটলার- ১৫ কোটি ৭৫ লক্ষ, মহম্মদ সিরাজ- ১২ কোটি ২৫ লক্ষ, কাগিসো রাবাদা- ১০ কোটি ২৫ লক্ষ, প্রসিধ কৃষ্ণা- ৯ কোটি ৫০ লক্ষ, মহীপাল লোমরোর- ১ কোটি ৭০ লক্ষ, কুমার কুশাগ্র- ৬৫ লক্ষ, মানব সুতার- ৩০ লক্ষ, অনুজ রাওয়াত- ৩০ লক্ষ, নিশান্ত সিন্ধু- ৩০ লাখ টাকা।

দিল্লি নিয়েছে, লোকেশ রাহুল- ১৪ কোটি, মিচেল স্টার্ক- ১১ কোটি ৭৫ লক্ষ, টি নটরাজন- ১০ কোটি ৭৫ লক্ষ, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক- ৯ কোটি, হ্যারি ব্রুক- ৬ কোটি ২৫ লক্ষ, আশুতোষ শর্মা- ৩ কোটি ৮০ লক্ষ, মোহিত শর্মা- ২ কোটি ২০ লক্ষ, সমীর রিজভি- ৯৫ লক্ষ, করুণ নায়ার- ৫০ লক্ষ টাকা।

চেন্নাই নিয়েছে,নূর আহমেদ- ১০ কোটি, রবিচন্দ্রন অশ্বিন- ৯ কোটি ৭৫ লক্ষ, ডেভন কনওয়ে- ৬ কোটি ২৫ লক্ষ, খলিল আহমেদ- ৪ কোটি ৮০ লক্ষ, রাচিন রবীন্দ্র- ৪ কোটি, রাহুল ত্রিপাঠী- ৩ কোটি ৪০ লক্ষ, বিজয় শঙ্কর- ১ কোটি ২০ লক্ষ।আজ নিলামে ভাগ্য নির্ধারণ ডু’প্লেসি, মুকেশ, ভুবনেশ্বর কুমারদের
আজ আইপিএল ২০২৫-এর মেগা নিলামের দ্বিতীয় দিনে ভাগ্য নির্ধারণ ডু’প্লেসি, মুকেশ, ভুবনেশ্বর কুমারদের। দ্বিতীয় দিনে নিলামে তোলা হবে গ্লেন ফিলিপস, কেন উইলিয়ামসন, স্যাম কারান, ক্রুণাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, দীপক চাহার, লকি ফার্গুসন, মইন আলি, টিম ডেভিড, মুস্তাফিজুর রহমান, তাবরেজ শামসি, স্টিভ স্মিথদের।#সূত্রঃহিন্দুস্তান টাইমস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.