--- বিজ্ঞাপন ---

আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধে ৯৫ জন নিহত, যুদ্ধ বন্ধের আহবান জাতিসংঘের

0

আন্তর্জাতিক ডেস্ক##

আজারবাইজান ও আর্মেনিয়ার যুদ্ধ ক্রমশ ভয়াবহ আকারে রূপ নিতে পারে। এ পর্যন্ত ৯৫ জন নিহত হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে। থেমে থেমে যুদ্ধ চলছে। দু’দেশের দাবী করা নগরনো ও কারাবাখ অঞ্চল নিয়ে দু’দেশ শেষপর্যন্ত যুদ্ধে জড়িয়ে পড়ে। সোমবার আজারবাইজান সেনাবাহিনী বড় ধরনের আক্রমন চালায়। এ আক্রমনে আর্মেনিয়ার ২০০ সেনাবাহিনীর দলে কম-বেশি আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটেছে।উভয় দেশই ভারী অস্ত্র শস্ত্র নিয়ে একে অন্যর উপর আক্রমন চালাচ্ছে। সীমান্তে উভয় দেশের ভারী ট্যাংকারে গোলাবারুদ নিয়ে একে অপরের দিকে অগ্রসর হচ্ছে। দু’দেশ ইতিমধ্যে সামরিক মার্শাল জারী করেছে।

এরই মধ্যে আর্মেনিয়া তুরস্কের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছে, তুরস্ক উত্তর সিরিয়া থেকে সেনা এনে আজারবাইজানকে সহযোগিতা করছে। রাশিয়ায় নিযুক্ত আর্মেনিয়ার রাষ্ট্রদুত বলেছেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান আজারবাইজানকে যুদ্ধে সহায়তা করার কথা অনেক আগে বলেছেন। তার ফল হিসেবে তারা সিরিয়া থেকে সেনা এনে আর্মেনিয়ার বিরুদ্ধে ব্যবহার করছে। অবশ্য তুরস্ক ও আজারবাইজান এ বিষয়টি অস্বিকার করেছেন।

এদিকে আর্মেনিয়া ও আজ়ারবাইজান সীমান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। গত কালই এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, অবিলম্বে দু’পক্ষের উচিত সংঘর্ষ বন্ধ করে শান্তিপূর্ণ পথে সমস্যার সমাধান বার করা। গুতেরেসের মুখপাত্র জানিয়েছেন, খুব শীঘ্রই আর্মেনিয়ার প্রধানমন্ত্রী ও আজ়ারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন মহাসচিব।

জার্মানী ও ফ্রান্স এরইমধ্যে জাতিসংঘের প্রতি দু’দেশের যুদ্ধ নিয়ে ক্লোজ ডোর মিটিং ডাকার জন্য বলেছে।জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ দু’দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার শীর্ষ  নেতাদের বৈঠক করার অনুরোধ জানিয়েছে।   দু’পক্ষকে হিংসা বন্ধের আর্জি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। গত কাল এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, ‘‘ওই এলাকায় আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা দেখছি এই দ্বন্দ্ব থামাতে পারি কি না।’’ এর পাশাপাশি, একটি বিবৃতিতে দু’পক্ষের সংঘাতের নিন্দা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ।  দু’দেশের সীমান্তে সশস্ত্র হিংসা থামাতে মার্কিন প্রশাসনকে দ্রুত উদ্যোগী হতে বলেছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনও।তবে গত তিন দিন বিশ্বের বিভিন্ন দেশ হিংসা বন্ধের আর্জি জানালেও নাগোরনো-কারাবাখে সংঘর্ষ থামেনি। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫। এর মধ্যে দু’দেশের বেসামরিক নাগরিকও রযেছে।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় জানিয়েছে,  সীমান্ত বরাবর বোমা বর্ষণ করে চলেছে আজ়ারবাইজানের সেনা বাহিনী। আজ়ারবাইজান সরকার তাদের তেরতের শহরে আর্মেনীয় বাহিনী বোমা বর্ষন করেছে বলে দাবী করেছে।###২৯.৯.২০

 

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.