--- বিজ্ঞাপন ---

মার্কিন কমান্ডো অভিযানে ওসামা বিন লাদেনের পুত্র হামজা নিহত

0

আন্তর্জাতিক ডেস্ক, (১৫ সেপ্টেম্বর, ২০১৯ ইং): ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেন মার্কিন যুক্তরাষ্ট্রের সস্ত্রাস বিরোধী অভিযানে পাকিস্তান-আফগান সীমান্তে নিহত হন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম শনিবার দেয়া হোয়াইট হাউসের এক বিবৃতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে তার এ মৃত্যু সংবাদের খবর পরিবেশন করেছে।ট্রাম্প বলেছেন, লাদেন পুত্র বহু সন্ত্রাসবাদী দলের মূল পরিকল্পনার সাথে যুক্ত থেকে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। তার মৃত্যুতে বিশ্বব্যাপী  আল কায়েদার সন্ত্রাসী কার্যক্রম বহুলাংশে হ্রাস পাবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ওই বিবৃতিতে কখন লাদেন পুত্র নিহত হন তা উল্লেখ করেনি। অবশ্য গত কয়েক সপ্তাহ ধরে লাদেন পুত্রের মৃত্যুর সংবাদ নিয়ে মার্কিন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন বার্তা সংস্থা লাদেন পুত্রের মৃত্যুর খবর আগেই প্রকাশ করেছিল।

এতদিন সংবাদটি গোপণ রাখা হয়েছিল। ২০১১ সালে পাকিস্তানের এবোটাবাদে লুকিয়ে থাকা অবস্থায় অনুরুপ মার্কিন সীল কমান্ডোদের হামলায় আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন নিহত হয়েছিলেন। গোয়েন্দা কর্মকর্তাদের  মতে,ওসামা বিন লাদেন তার এই নিহত পুত্রকে অত্যন্ত পছন্দ করত। সে তার পিতার অনেক কিছুই অনুসরণ করত। সংবাদ মাধ্যমসমূহ জানায় , নিহত হামজা ওসামা বিন লাদেনের ২০ সন্তানের মধ্যে ১৫ তম। তার বয়স প্রায় ৩০।  তিনি লাদেনের তৃতীয় স্ত্রীর ঘরে জন্ম নেন। গত মার্চে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ধরার জন্য ১০ লক্ষ ডলার পুরস্কার ঘোষণা করে। গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, বিশ্বব্যাপী  বিভিন্ন সন্ত্রাসবাদী দল ইয়েমেনে,  সুদানে আল শাবাব প্রভৃতি দলে নিহত লাদেন পুত্রের পরিকল্পনা ও হাত ছিল বলে যুক্তরাষ্ট্র দাবী করে।

## শহীদ, ১৫.০৯.২০১৯ ইং।

আপনার মতামত দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.