-- বিজ্ঞাপন ---

আমেরিকার এমকিউ-৯ রিপার কমব্যাট ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুথি গোষ্ঠী!

সিরাজুর রহমান#

ইয়েমেনের হুথি গোষ্ঠীর সামরিক শাখা দাবি করেছে, তারা গতকাল (বুধবার) আমেরিকার তৈরি একটি শক্তিশালী MQ-9 Reaper (Predator-B) কমব্যাট ড্রোন আকাশে ধ্বংস করেছে। হুথি গোষ্ঠীর মুখপাত্রের বিবৃতিতে বলা হয়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনটিকে লক্ষ্য করে সফলভাবে গুলি করে ভূপাতিত করেছে। তবে ড্রোনটি কোথায় এবং কীভাবে ধ্বংস করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তারা প্রকাশ করেনি।

এটি আমেরিকার উন্নত প্রযুক্তি নির্ভর একটি কমব্যাট ড্রোন, যা গোয়েন্দা কার্যক্রম, টহল এবং লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলার জন্য ব্যবহৃত হয়। এই ড্রোনটি দীর্ঘ সময় ধরে আকাশে থাকতে পারে এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন সেন্সর, লেজার-গাইডেড মিসাইল এবং বোমা বহন করতে সক্ষম। এই ঘটনার পরে এখনো আমেরিকা বা অন্য কোনো আন্তর্জাতিক পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে হুথি গোষ্ঠীর দাবি সত্য হলে, এটি তাদের সামরিক সক্ষমতার একটি বড় প্রদর্শনী হিসেবে দেখা হবে। হুথি গোষ্ঠী এর আগেও আমেরিকান ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম ভূপাতিত করার দাবি করেছে। তবে অনেক সময় তাদের এই দাবিগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এটি ইয়েমেন সংঘাতের একটি নতুন মোড় হতে পারে, যেখানে আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তিগুলোর অংশগ্রহণ পরিস্থিতিকে আরও জটিল করছে।

ইয়েমেনের হুথি গোষ্ঠী দাবি করেছে যে, তারা গতকাল বুধবার আমেরিকার তৈরি আরো একটি শক্তিশালী এমকিউ-৯ রিপার (প্রেডিয়েটর-বি) কমব্যাট ড্রোন আকাশে ধ্বংস করেছে। এ নিয়ে তারা ৭২ ঘণ্টার মধ্যে দ্বিতীয় কোন এমকিউ-৯ রিপার কমব্যাট ড্রোন ভূপাতিত করার দাবি করল। আন্তর্জাতিক বাজার মূল্য অনুযায়ী প্রতিটি এই জাতীয় কমব্যাট ড্রোনের মূল্য হতে পারে (প্যাকেজ অনুযায়ী) আনুমানিক ৩০ মিলিয়ন ডলার থেকে ৩৫ মিলিয়ন ডলার।

যদিও এমকিউ-৯ রিপার কমব্যাট ড্রোন ধ্বংস হওয়া নিয়ে আমেরিকার মিডিয়ায় এখনো পর্যন্ত সুস্পষ্ট কোন তথ্য প্রকাশ কর হয়নি। এদিকে ইয়েমেনের হু*থি বিদ্রোহী সমর্থিত সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে যে, আমেরিকার সামরিক বাহিনীর একটি এমকিউ-৯ রিপার কমব্যাট ড্রোন ইয়েমেনের আল-বাইদা প্রদেশের আকাশে গোপন মিশন পরিচালনা কালে তারা এটি শনাক্ত করে ইন্টারসেপ্টর মিসাইল দ্বারা আকাশেই ধ্বংস করে দেয়।

বর্তমানে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং ডেডিকেটেড কমব্যাট ড্রোন হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এমকিউ-৯ রিপার (ইউসিএভি) ড্রোনকে বিশেষভাবে বিবেচনা করা হয়। এটি মূলত ডিজাইন ও তৈরি করে আমেরিকার জেনারেল অ্যাটোমিক অ্যারোনটিক্যাল সিস্টেম (জিএএএস) কোম্পানি। এটি প্রথম সার্ভিসে প্রবেশ করে ২০০৭ সালে এবং এটিকে কিন্তু একেবারে নিখুঁতভাবে (একক ব্যক্তি হলেও) টার্গেটে হিট করার উপযোগী করে তৈরি করা হয়েছে।

প্রায় ১ হাজার ৭০০ কেজি ওজনের পে-লোড সক্ষমতার এমকিউ-৯ রিপার (এইসিএভি) কমব্যাট ড্রোনের সর্বোচ্চ রেঞ্জ ১ হাজার ৯০০ কিলোমিটার এবং এর গতি হচ্ছে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ প্রায় ৩০০ কিলোমিটার। এটি সম্পূর্ণ পে-লোড অবস্থায় আকাশে একটানা ২৭ ঘণ্টা কমব্যাট মিশন পরিচালনা করতে পারে। তাছাড়া এটি ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ ২৫ হাজার ফুট উচ্চতায় উড্ডয়ন করার উপযোগী করে ডিজাইন করা হয়েছে।

গ্রাউন্ড স্টেশনে থাকা দুইজন অপারেটর দ্বারা চালিত এই কমব্যাট ড্রোনের দৈর্ঘ্য ১১ মিটার, উইং-স্প্যান ২০ মিটার, এবং উচ্চতা হচ্ছে ৩.৮১ মিটার। খালি অবস্থায় এর ওজন ২ হাজার ২২৩ কেজি, ম্যাক্সিমাম টেকঅফ ওয়েট ৪ হাজার ৭৬০ কেজি এবং ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে ১ হাজার ৮০০ কেজি। আকাশে উড্ডয়ন এবং শক্তি উৎপাদনের জন্য এই ড্রোনে একটি শক্তিশালী হানিওয়েল টিপিই৩৩১-১০ টার্বোপ্রোপ ডিজেল ইলেক্ট্রিক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

ভূমিতে এবং সাগরের বুকে শত্রু পক্ষের টার্গেট শনাক্তের জন্য এভিয়নিক্স সিস্টেম হিসেবে এই ড্রোনে উচ্চ প্রযুক্তির এএন/ডিএএস-১ এমটিএস-বি মাল্টি-স্পেকট্রাল টার্গেটিং সিস্টেম এবং এএন/এপিওয়াই-৮ লিনাক্স ২ রাডার ইন্সটল করা হয়েছে। তার পাশাপাশি মেরিটাইম মিশনের জন্য এটিতে আমেরিকার রেইথন কোম্পানির তৈরি একটি সী-ভিউ মেরিন সার্চ রাডার (সী গার্ডিয়ান ভ্যারিয়েন্ট) ইনস্টল করা হয়েছে।

এই ড্রোনের ৭টি হার্ড পয়েন্টে মোট প্রায় ১ হাজার ৭০০ কেজি ওজনের হালকা মিসাইল ও অন্যান্য অস্ত্র বহন করতে পারে। মূল অস্ত্র হিসেবে এটিতে এক সাথে ১৬টি হেলফায়ার (এজিএম-১১৪) মিসাইল ইন্সটল করা যায়। যদিও এর পাশাপাশি কমব্যাট মিশনের উপযোগিতা অনুযায়ী এটিতে অন্যান্য গাইডেড এন্ড আনগাইডেড ওয়েপন্স ইনস্টল করা হয়। আর হেলফায়ার মিসাইল হচ্ছে একেবারে স্বল্প পাল্লার ও হালকা ওজনের মিসাইল। যা কিনা বিশ্বের প্রথম কোন শতভাগ সফল একটি লেজার গাইডেড মিসাইল হিসেবে ১৯৭৪ সালে সার্ভিসে আসে।

আমেরিকার জেনারেল এটোমিক্স এ্যারোন্যাটিক্যাল সিস্টেম কোম্পানি গত ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত আনুমানিক ৪৫০টি থেকে ৫০০টি এই জাতীয় কমব্যাট ড্রোন তৈরি করেছে। যদিও এর অধিকাংশ অপারেট করে আমেরিকার সামরিক বাহিনী। তাছাড়া আমেরিকার পাশাপাশি জাপান, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, স্পেন, পোল্যান্ড এবং ভারত সীমিত সংখ্যক বিভিন্ন সিরিজের এমকিউ-৯ রিপার কমব্যাট ড্রোন ব্যবহার করে।##তথ্যসূত্র:- আজ জাজিরা, উইকিপিডিয়া, সিনহুয়া।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.