-- বিজ্ঞাপন ---

রাতের ঘুমে মৃত্যুর কোলে ১১ জন ভারতীয়

জর্জিয়ার এক রেস্তরাঁয় এ ঘটনা ঘটেছে

জর্জিয়ার এক রেস্তরাঁয় ১১ জন ভারতীয় মৃত্যু ঘিরে রহস্য দানা বাধছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসের কারণে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। তবে এই মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এই মৃত্যুর কারণ কার্বন মনোক্সাইড বিষক্রিয়া। জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, মোট ১২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১১ জন বিদেশি এবং একজন জর্জিয়ার নাগরিক। মৃতদের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, যা হিংসাত্মক ঘটনার সম্ভাবনা নাকচ করে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, রেস্তোরাঁর ভেতরে একটি জেনারেটর ছিল, যা শোবার ঘরের কাছাকাছি একটি বদ্ধ স্থানে রাখা ছিল। শুক্রবার রাতে বিদ্যুৎ চলে যাওয়ার পর জেনারেটরটি চালু করা হয়, এবং সেখান থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাস বদ্ধ ঘরে প্রবেশ করে। এতেই বিষক্রিয়া ঘটে এবং ১২ জনের মৃত্যু হয়।

ভারতীয় দূতাবাস এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছে এবং মৃতদের দেহ দ্রুত ভারতে পাঠানোর ব্যবস্থা করছে। তারা শোকস্তব্ধ পরিবারগুলির সঙ্গেও যোগাযোগ রাখছে এবং সম্ভাব্য সব ধরনের সাহায্য প্রদান করছে। জর্জিয়ার পুলিশ অবহেলার কারণে মৃত্যুর ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের প্রচেষ্টা চলছে।

আনন্দবাজার জানায়, জর্জিয়ার ‘গ্রেটার ককেশাস’ পর্বতমামালার গায়ে রয়েছে স্কি রিসর্ট গুদাউরি। সেই রিসর্টে ছিলেন অনেকে। তাঁদের মধ্যে বেশ কয়েক জন ভারতীয়ও ছিলেন। পুলিশ সূত্রে খবর, ওই রিসর্টের ভেতরে একটি জেনারেটর ছিল। সেই জেনারেট চালু করার পরই দুর্ঘটনাটি ঘটে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ওই রিসর্টের শোয়ার ঘরের পাশেই একটি বন্ধ জায়গায় জেনারেটর রাখা ছিল। শুক্রবার রাতে ওই রিসর্টে লোডশেডিং হয়। সে সময় ওই জেনারেটর চালু করেন রিসর্ট কর্তৃপক্ষ। সেখান থেকেই কোনও কারণে কার্বন মনোক্সাইড নির্গত হয়। বন্ধ ঘরের মধ্যে সেই বিষাক্ত গ্যস প্রবেশ করে। তা থেকেই বিষক্রিয়ার কারণে মৃত্যু হয় ১২ জনের। তাঁদের মধ্যে ১১ জনই ভারতীয়। অন্য জন জর্জিয়ার বাসিন্দা। অবহেলার কারণে মৃত্যু, এমন ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে জর্জিয়া পুলিশ।

জর্জিয়ার ভারতীয় দূতাবাসের তরফে এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করা হয়েছে। বিবৃতি জারি করে তারা জানিয়েছে, ‘‘জর্জিয়ার গুদাউরিতে ১১ জন ভারতীয়ের মৃত্যুতে শোকাহত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা।’’ একই সঙ্গে দেহগুলি দ্রুত ভারতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানানো হয় ভারতীয় দূতাবাসের তরফে। তারা জানায়, ‘‘আমরা শোকস্তব্ধ পরিবারগুলির সঙ্গে যোগাযোগ করছি।’’

উল্লেখ্য এই মর্মান্তিক ঘটনাটি কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার ঝুঁকি সম্পর্কে সচেতনতার গুরুত্ব তুলে ধরে। কার্বন মনোক্সাইড একটি বর্ণহীন, গন্ধহীন গ্যাস, যা উচ্চ মাত্রায় শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে মৃত্যুর কারণ হতে পারে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সঠিক বায়ুচলাচল এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করেন।##

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.