কাজী আবুল মনসুর##
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ভালো ভাবেই এগুচ্ছে। বাংলাদেশকে নিয়ে আগে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো নেতিবাচক মনোভাব দেখাতো। হালে এটি কমছে। সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা হচ্ছে এখন ভারতীয়দের মনে। তাদের অনেক গণমাধ্যমে বাংলাদেশের অগ্রগতি নিয়ে কথাবার্তা হচ্ছে। পাকিস্তানের টকশোতে এখন প্রায়শ বাংলাদেশ প্রসঙ্গ শুনা যায়।
এর মধ্যে শীর্ষস্হানীয় মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে, যাতে উল্লেখ করা হয়েছে ৯০ দশকে অর্থনীতি খুলে দেবার পর ভারতের প্রধান লক্ষ্য ছিলো চীনকে পরাজিত করা। কিন্ত গত তিন দশক ধরে চেষ্টার পরও সফল হয়নি ভারত। বাংলাদেশ এখন দ্রুততার সাথে ভারতকে পেছনে ফেলে সামনের দিকে যাচ্ছে। বিশ্বে ভারতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বেশি। ভারতের ভাবমূর্তি এখন নাই বললে চলে। ধীরে ধীরে সারাবিশ্বের আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন বাংলাদেশ। পশ্চিমা দেশগুলো চাইছেে এ অঞ্চলে চীনের একজন সত্যিকারের প্রতিদ্বন্দ্বী।
বাংলাদেশ চীনের উত্তানের মতো ফর্মুলা এগুচ্ছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, শুধু ভারত নয় কিছু ক্ষেত্রে ভিয়েতনামও পিছনে পড়ে যাচ্ছে বাংলাদেশের। বাংলাদেশ তাদের নারী শক্তিকে যেভাবে কাজে লাগাচ্ছে তার ধারে কাছেও নেই ভারত। কম্পিউটার সফটওয়্যার রফতানি ও উৎপাদনের ক্ষেত্রে ভারত এক সময় এগুলেও করোনার কারনে চীনের কাছে এ সেক্টরে ভারত মার খাচ্ছে বলে উল্লেখ করা হয়। এ হিসেবে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশ ভবিষ্যতে চীনের সমকক্ষ হতে চলেছে উল্লেখ করে বলা হয়, চীনের মতো হতে হলে ভারতকে আগে বাংলাদেশকে পেছনে ফেলতে হবে।###