বিশেষ প্রতিনিধি#
ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানের পর তারকাখচিত পার্টিতে হাজির ছিলেন বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্ব। সেই পার্টিতে হাজির ছিলেন ট্রাম্প-ঘনিষ্ঠ শিল্পপতি ইলন মাস্ক। সেই নৈশভোজের আসরে আরও এক জনের উপস্থিতি নজর কেড়েছে সংবাদমাধ্যমের। তিনি ইলনের সাম্প্রতিক সঙ্গিনী শিভন জ়িলিস। সেই চাঁদের হাটে মাস্কের পাশে দাঁড়িয়ে শিভনকে দেখা গিয়েছে ট্রাম্প প্রশাসনকে ঘিরে থাকা সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে আলাপচারিতায় মগ্ন হতে। হাঁটুঝুল কালো রঙের পোশাকে সেই পার্টিতে হাজির হয়েছিলেন শিভন।
ইলন মাস্ক এবং শিভন এর গোপন সম্পর্ক নিয়ে কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। শিভন নিউরালিংক (Neuralink)-এর একজন নির্বাহী এবং ইলন মাস্কের প্রতিষ্ঠিত এই কোম্পানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০২২ সালে জানা যায় যে ইলন মাস্ক এবং শিভন যমজ সন্তানের পিতা-মাতা হয়েছেন, যা জনসম্মুখে আসার পর অনেক আলোচনার জন্ম দেয়। এই সম্পর্ক এবং যমজ সন্তানের খবর প্রথমে গোপন ছিল, কিন্তু পরবর্তীতে একটি আইনি ডকুমেন্টের মাধ্যমে বিষয়টি প্রকাশ পায়। ইলন এবং শিভন এই বিষয়ে সরাসরি অনেক কিছু প্রকাশ করেননি, তবে ইলন মাস্ক একাধিকবার বলেন যে তিনি জনসংখ্যা বৃদ্ধিকে সমর্থন করেন এবং বেশি সন্তান থাকা তার লক্ষ্যগুলোর মধ্যে একটি। শিভনও এই বিষয়ে খুবই ব্যক্তিগত থাকেন এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনা করেন না।
শিভোন জিলিস কানাডার একজন প্রযুক্তি নির্বাহী, যিনি নিউরালিংক কর্পোরেশনের ডিরেক্টর অব অপারেশনস অ্যান্ড স্পেশাল প্রজেক্টস পদে কর্মরত। তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে বিশেষজ্ঞ এবং ইলন মাস্কের বিভিন্ন প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০২২ সালের জুলাই মাসে, আদালতের নথির মাধ্যমে জানা যায় যে ইলন মাস্ক এবং শিভোন জিলিস ২০২১ সালের নভেম্বরে যমজ সন্তানের পিতা-মাতা হয়েছেন। এই তথ্যটি জনসমক্ষে আসার আগে পর্যন্ত গোপন ছিল। নথিতে দেখা যায়, তারা সন্তানের নামের শেষে ‘মাস্ক’ পদবি যুক্ত করার জন্য আবেদন করেছিলেন।
ট্রাম্প-কন্যা ইভাঙ্কা, অ্যামাজ়ন কর্তা জ়েফ বেজোস ও তাঁর বাগ্দত্তা লরেন স্যাঞ্চোজ়ের সঙ্গে মাস্ক ও শিভনের কথোপকথনের ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। এর আগে মাস্কের সঙ্গে তাঁর তিন সন্তানের মা শিভনকে প্রকাশ্য কোনও অনুষ্ঠানে দেখা যায়নি। মাস্কের সঙ্গে তাঁর সম্পর্ক রহস্যে মোড়া। কে এই শিভন জ়িলিস, যাঁকে নিয়ে সংবাদমাধ্যমে চর্চা তুঙ্গে। ধনকুবের ইলনের সঙ্গিনী শিভনের সঙ্গে রয়েছে ভারতীয় যোগ। কানাডার অন্টারিয়োয় জন্মানো শিভনের মা পঞ্জাবি। বাবা কানাডিয়ান। ১৯৮৬ সালে জন্ম শিভনের। তাঁর মায়ের নাম সারদা এন ও বাবা রিচার্ড জ়িলিস। ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তিনি। অর্থনীতি এবং দর্শন নিয়ে পড়াশোনা শেষ করেন জ়িলিস। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সঙ্গেও জড়িয়ে ছিলেন তিনি। কলেজজীবনে খেলতেন আইস হকি। ছিলেন গোলরক্ষক।
পড়াশোনা শেষ করে আইবিএমে কর্মজীবন শুরু করেন জ়িলিস। তার পর সেখান থেকে ব্লুমবার্গ বিটায় চলে যান। সেখান থেকেই ওপেনএআই। তার পর নিউরালিঙ্ক। শিভন ২০১৭ সাল থেকে কাজ করছেন ইলনের ব্রেন চিপ সংস্থা নিউরালিঙ্কে। বর্তমানে সেখানেই কর্মরত তিনি। নিউরালিঙ্ক সংস্থার অপারেশন এবং বিশেষ প্রজেক্টের ডিরেক্টর জ়িলিস। নিউরালিঙ্ক সংস্থার সহ-প্রতিষ্ঠাতা মাস্ক। এই সংস্থায় কাজ করার আগে জ়িলিস ওপেনএআই-তে কাজ করতেন। ওপেনএআই তৈরিতেও অন্যতম ভূমিকা ছিল মাস্কের। তবে পরে সেই সংস্থা থেকে বেরিয়ে আসেন তিনি।
জ়িলিস মাস্কের ব্রেন চিপ স্টার্টআপ নিউরালিঙ্কের একজন শীর্ষ পদাধিকারী এবং ওপেনএআই-এর একজন উপদেষ্টা। মাস্কের সংস্থায় যোগ দেওয়ার তিনি আগে ব্লুমবার্গ বিটায় বিনিয়োগ দলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং এটি চালু হওয়ার পর থেকে ন’টির বেশি বিনিয়োগের নেতৃত্ব দিয়েছিলেন বলে ফোর্বস জানিয়েছে।
এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী ইলন দু’বার বিয়ে করেছেন। তাঁর একাধিক নারীর সঙ্গে সম্পর্কের কথাও অজানা নয়। দু’বার বিচ্ছেদের পর ২০২১ সাল থেকে শিভনের সঙ্গে সম্পর্কে জড়ান ইলন। ২০২২ সাল পর্যন্ত এই তারকা জুটির খবর বিশ্বের কাছে গোপনই ছিল। শিভনের সঙ্গে ইলনের গোপন সম্পর্কের কথা প্রথম ফাঁস হয় তাঁদের যমজ সন্তানের জন্য ইলনের পদবি ব্যবহারের আবেদনের নথি থেকে।
২০২১ সালের নভেম্বরে যমজ সন্তানের জন্ম দেওয়ার পর এপ্রিলে শিভন এবং ইলন আদালতের দ্বারস্থ হন সন্তানের নামের পদবি হিসাবে তাদের বাবার পদবি ব্যবহার করার অনুমতি চেয়ে। পেশাদার বৃত্তে মাস্কের সঙ্গে জ়িলিসের যোগাযোগ অনেক পুরনো। তবে প্রকাশ্যে সে ভাবে তাঁদের কাছাকাছি আসতে দেখা যায়নি। এমনকি, এই যুগলের মধ্যে কবে থেকে প্রেমের সম্পর্কে গড়ে উঠল তা-ও অজানা।
সংবাদমাধ্যমের সূত্র বলছে, মা হওয়ার জন্য শুক্রাণুদাতার সন্ধান করছিলেন জ়িলিস। সেই সময়ই মাস্ক তাঁর নিজের শুক্রাণু ব্যবহার করার পরামর্শ দেন। সেই প্রস্তাবে সম্মত হন জ়িলিস। সেই থেকে মাস্ক-শিভনের ঘনিষ্ঠতার শুরু হয় বলে গুঞ্জন বিভিন্ন সংবাদমাধ্যমে।
প্রথম বার জ়িলিসের গর্ভে এক পুত্র ও এক কন্যা জন্মানোর পর ২০২৪ সালে আরও একটি সন্তানের জন্ম দেন মাস্ক ও শিভন। সেই সন্তানের পরিচয় অবশ্য গোপনই রেখেছেন তারকা জুটি। অনেকেই দাবি করছিলেন, এই সন্তানকে নিয়ে ‘গোপনীয়তা’ বজায় রাখছেন মাস্ক। যদিও টেসলাকর্তা স্পষ্ট করেছেন, পরিবার এবং বন্ধুবান্ধব— সকলেই বিষয়টি জানতেন।
ইলন মাস্ক প্রথমে কানাডিয়ান লেখিকা জাস্টিন উইলসনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ছয়টি সন্তান ছিল। প্রথম সন্তান, নেভাডা আলেকজান্ডার মাস্ক, ২০০২ সালে জন্মের পর মারা যায়। পরবর্তীতে তাদের পাঁচ সন্তান ছিল, যাদের মধ্যে যমজ এবং ত্রিপলেট সন্তান অন্তর্ভুক্ত। ২০০৮ সালে তারা বিচ্ছেদ করেন। ব্রিটিশ অভিনেত্রী তালুলা রাইলের সঙ্গে ইলন মাস্ক দু’বার বিয়ে করেন। প্রথম বিয়ে হয় ২০১০ সালে, যা ২০১২ সালে বিচ্ছেদে শেষ হয়। তারা ২০১৩ সালে পুনরায় বিবাহ করেন এবং ২০১৬ সালে স্থায়ীভাবে আলাদা হন। ইলনের সংক্ষিপ্ত সম্পর্ক ছিল হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে। এই সম্পর্কও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। কানাডিয়ান সংগীতশিল্পী গ্রাইমসের সঙ্গে ইলন মাস্কের সম্পর্ক শুরু হয় ২০১৮ সালে। তাদের দুটি সন্তান রয়েছে। এক্স এ মাস্ক (জন্ম ২০২০) ও এক্সা ডার্ক সাইডেরিয়াল মাস্ক (জন্ম ২০২১, যাকে তারা “Y” নামেও ডাকেন)। ২০২১ সালে তাদের সম্পর্ক বিচ্ছেদে শেষ হয়, যদিও তারা তাদের সন্তানদের সহ-অভিভাবকত্বে আছেন। নিউরালিংকের নির্বাহী শিভোন জিলিসের সঙ্গে তার যমজ সন্তান রয়েছে, যা ২০২২ সালে প্রকাশ্যে আসে। ইলনের মোট ১০টি সন্তান রয়েছে। তিনি জনসংখ্যা বৃদ্ধির পক্ষে এবং তার মতে, পৃথিবীর জনসংখ্যা হ্রাস মানবজাতির জন্য একটি বড় হুমকি।
বিশ্বের সেরা ধনী তিনি, তাঁর ব্যক্তিগত জীবনও চোখ ধাঁধানো। ইলনের দুই স্ত্রী ও প্রেমিকা ছাড়া আরও কত জনের সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়েছেন তা নিয়ে আলোচনার শেষ নেই। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, স্পেসএক্সের অন্তত দু’জন কর্মীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন প্রতিষ্ঠানের সিইও মাস্ক।##সূত্রঃ আনন্দবাজার
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.